Advertisement

Pakistan : পাকিস্তান পরমাণু বোমা বানিয়েছে ভারতের জন্যই, সামনে এল বিস্ফোরক দাবি

সম্প্রতি পাকিস্তানের দুনিয়া নিউজ চ্যানেলে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন নাজাম শেঠি। সেখানে তিনি দাবি করেন, পরমাণু বোমা প্রথমে ব্যবহার না করার নীতি থেকে পিছু হটতে পারে পাকিস্তান।

photo -ITG photo -ITG
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • সম্প্রতি পাকিস্তানের দুনিয়া নিউজ চ্যানেলে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন নাজাম শেঠি
  • সেখানে তিনি দাবি করেন, পরমাণু বোমা প্রথমে ব্যবহার না করার নীতি থেকে পিছু হটতে পারে পাকিস্তা

পরমাণু বোমা নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানের বরিষ্ঠ সাংবাদিক নাজাম শেঠির। তাঁর দাবি, ইজরায়েল বা আমেরিকার উপর নিক্ষেপ করার জন্য নয়, পাকিস্তানের পরমাণু বোমা তৈরিই হয়েছে ভারতের জন্য। 

সম্প্রতি পাকিস্তানের দুনিয়া নিউজ চ্যানেলে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন নাজাম শেঠি। সেখানে তিনি দাবি করেন, পরমাণু বোমা প্রথমে ব্যবহার না করার নীতি থেকে পিছু হটতে পারে পাকিস্তান। কারণ, ভারতের সঙ্গে পাকিস্তানের যা সম্পর্ক তা যে কোনওদিন আরও খারাপ হতে পারে। সেক্ষেত্রে কখনও পরমাণু অস্ত্র প্রথমে ব্যবহার করব না- এই নীতিতে স্বাক্ষর করা উচিত নয়। 

নাজাম শেঠি স্বীকার করে নেন পাকিস্তানের কাছে থাকা পরমাণু বোমা আসলে ভারতের বিরুদ্ধে প্রয়োগ করার জন্যই তৈরি। তাঁর কথায়, 'পাকিস্তানের পরমাণু বোমা ইসলামিক বোমা নয়। এটি ভারত-বিরোধী বোমা। আমরা কোনওদিন ইজরায়েলের বিরুদ্ধে বোমা প্রয়োগ করব না। আমেরিকার উপরও ফেলব না। আমাদের বোমা ভারত-বিরোধী। এই বোমা প্রতিরক্ষার জন্য তৈরি হয়েছে।' 

এরপর পাকিস্তানের শেহবাজ শরিফ সরকারের উদ্দেশে ওই সাংবাদিক বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে যাতে ওরা প্রথমে পরমাণু বোমা ব্যবহার না করার চুক্তি স্বাক্ষরিত করে। অনেক দেশ এরকম চুক্তি করেছে প্রতিবেশী দেশের সঙ্গে।' 

পাকিস্তানের এমন কোনও চুক্তিতে সই করা উচিত নয় বলে দাবি করেন নাজাম শেঠি। কারণ হিসেবে জানান, এমন চুক্তি করলে ভবিষ্যতে পাকিস্তানই বিপদে পড়বে। বলেন, 'এই চুক্তি না করে আমরা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থায় আছি। নিজেদের রক্ষা করার জন্য এই অস্ত্র ব্যবহারের অধিকার আমাদের আছে। তবে যদি চুক্তিতে স্বাক্ষর করি তাহলে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। আর যতক্ষণ পাকিস্তানের হাতে বোমা থাকবে ততক্ষণ চাপে থাকবে সবাই। সেটা মনে রাখা দরকার।'    

Read more!
Advertisement
Advertisement