Advertisement

Donald Trump: গাজায় শান্তি ফেরানো নিয়ে তাঁর পরিকল্পনাকে সমর্থন মোদীর, জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি ফেরানোর যে পরিকল্পনা, তা সমর্থন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার আর নিজের কোনও মন্তব্য যোগ করেননি তিনি।

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 01 Oct 2025,
  • अपडेटेड 11:20 AM IST
  • গাজায় শান্তি ফেরানো নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সমর্থন মোদীর
  • সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ট্রাম্প
  • যদিও যোগ করেননি নিজের কোনও মন্তব্য

গাজায় যুদ্ধে ধ্বংসলীলা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্পের নয়া পরিকল্পনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন তিনি। ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মোদীর বার্তা শেয়ার করেছেন। তবে সেই পোস্টে নিজের কোনও মন্তব্য দেননি।

মোদী কী বার্তা দিয়েছেন ট্রাম্পকে? 

ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা পোস্টে নরেন্দ্র মোদীর বার্তায় বলা হয়েছে, 'ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংঘাতের অবসানের জন্য ঘোষিত সমন্বিত পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে। এই রূপরেখা প্যালেস্তাইন ও ইজরায়েলের জনগণের জন্য দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ প্রদর্শন করবে। পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্যও একটি বাস্তবসম্মত দিকনির্দেশনা।'এর মধ্য দিয়ে ওয়াশিংটনের শান্তি প্রচেষ্টাকে প্রকাশ্যে সমর্থন জানাল নয়াদিল্লি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

হোয়াইট হাউস সোমবার ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছে। যেখানে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইজরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের অস্ত্রত্যাগ এবং একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব। পরিকল্পনা ঘোষণার আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক হয়।

ঘোষণার সময় ট্রাম্প আশাবাদী সুরে বলেন, দুই পক্ষ এক ঐতিহাসিক সমঝোতার কাছাকাছি চলে এসেছে। তবে তিনি সতর্ক করে দেন, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইজরায়েলের পাশে থাকবে আমেরিকা। অন্যদিকে, নেতানিয়াহু ট্রাম্পকে ইজরায়েলের বন্ধু হিসেবে উল্লেখ করেন। 

এদিকে, হামাস জানিয়েছে তারা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে ও অন্যান্য প্যালেস্তাইন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। প্রস্তাব অনুযায়ী, লড়াইয়ের অবসান, মানবিক সহায়তা ও গাজার পুনর্গঠনের বিনিময়ে হামাসকে কার্যত নিরস্ত্র হতে হবে।

আন্তর্জাতিক সমর্থন ক্রমশ জোরদার হওয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'হামাসের হাতে তিন থেকে চার দিন সময় রয়েছে নিজেদের অবস্থান জানানোর জন্য।'

 

Read more!
Advertisement
Advertisement