Advertisement

নেপালের প্রধানমন্ত্রী সুশীলাকে 'Right' বলে সম্বোধন মোদীর, কেন? অর্থই বা কী?

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানানোর সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করেছেন 'Right' শব্দটি। কেন এমন শব্দের ব্যবহার? এর অর্থই বা কী? রইল বিস্তারিত ব্যাখ্যা।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
Aajtak Bangla
  • কাঠমান্ডু ,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 2:21 PM IST
  • সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানানোর সময়ে 'Right' শব্দের ব্যবহার
  • কেন এমন শব্দ ব্যবহার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
  • কোন দেশে এই শব্দের ব্যবহার হয়?

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। অশান্ত পরিস্থিতিতে তাঁর কাঁধেই নেপালের দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে সরব হয়েছিল জেন-জি আন্দোলনকারীরা। গত ১২ সেপ্টেম্বর নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী পদে বসার পরই নেপালের এই প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানান বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। তালিকায় একদম প্রথম দিকেই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এক্স হ্যান্ডলে লেখা তাঁর শুভেচ্ছাবার্তায় একটি বিষয় সকলের নজর কেড়েছে। কী সেটি?

কী পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইংরেজিতে লেখেন, 'I extend my best wishes to Right Hon. Mrs. Sushila Karki...।' পোস্টে উল্লেখ করেছিলেন নেপালের মানুষের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। তবে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী মোদী সুশীলা কার্কির নামের আগে RIGHT লিখেছিলেন কেন? এর অর্থই বা কী? তাঁর পোস্টে Hon. ইংরেজি শব্দটির অর্থ Honourable-এর সংক্ষিপ্ত রূপ। যার অর্থাৎ 'মাননীয়'। তবে এখানে 'RIGHT'-এর প্রয়ো কেন করেছেন নমো?

কেবলমাত্র নরেন্দ্র মোদীই নন, বিশ্বের তাবড় নেতারাও সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী পদে বসার জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই শুভেচ্ছাবার্তায় 'RIGHT' শব্দটি লেখেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সুশীলা কার্কিকে শুভকামনা জানিয়ে লেখেন, 'My Sincere felicitations to Right Honourable Mrs. Sushila Karki...।' তিনিও নেপাল এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক দৃঢ় করার কথা উল্লেখ করেন। 

নেপালের মার্কিন দূতাবাসও প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানানোর সময়ে তাঁর নামের আগে Right শব্দটি লেখে। নেপালে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় প্রশংসাও করেছে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনূসও সুশীলা কার্কিকে Right শব্দের মাধ্যমে সম্বোধন করেছেন। 

'Right' শব্দটির ব্যবহার কেন করা হচ্ছে?
'Right Honourable' কিংবা সংক্ষিপ্ত রূপে 'Rt. Hon.' কিংবা কেবল কখনও কখনও 'Right' শব্দটির ব্যবহার একটি সম্মানজনক উপাধি বোঝায়। এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটি তৎকালীন প্রচলিত পরম্পরা। এই ধরনের উপাধি মূলত ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিকতাবাদের সম.কালীন এবং কমনওয়েলথ অফ নেশনের উচ্চপদাধিকারিদের সম্মান দেওয়ার জন্য ব্যবহার করা হত। নেপালের প্রধানমন্ত্রীর জন্যও এই শব্দটির ব্যবহার চলে আসছে। তবে নেপাল ব্যতীত অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। মূলত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের নামের আগে বসানো হয় এই উপাধি। নেপালে এটি ব্রিটিশ প্রভাবের একটি চিহ্ন। যদিও নেপাল কখনও ব্রিটেনের অধীনে ছিল না। তবে ব্রিটিশ রাজত্বের সময়ে নেপালের শাসকদের জন্য এটি সম্বোধন ব্যবহার হত। সেই থেকেই এই ব্যবহার চলে আসছে। 

Advertisement

নেপালে এই সম্বোধন করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকারের জন্য। দেশের প্রধান বিচারপতির ক্ষেত্রেও ব্যবহৃত হয় এই উপাধি। 

নেপালের প্রেসিডেন্ট অফিসের ওয়েবসাইটে প্রাক্তন প্রধানমন্ত্রী যেমন শের বাহাদুর দেউবা এবং কেপি শর্মা ওলিকেও 'Right Honourable Prime Minister' হিসেবে উল্লেখ করা হয়েছে। 

কোন কোন দেশে রয়েছে 'Right' ব্যবহারের প্রথা?
যে সকল দেশে এখনও ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরম্পরা মেনে চলা হয়, সেখানেই এই উপাধি ব্যবহার করা হয়। যেমন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কেনিয়ার মতো দেশে প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল, প্রধান বিচারপতির নামের আগে এই শব্দ বসানোর চল রয়েছে। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটেও প্রধানমন্ত্রীর নামের আগে 'The Right Honourable Sir Keir Starmer, Prime Minister' লেখা রয়েছে। 

চলতি বছরের মার্চে মার্কি কর্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাঁদেরও সরকারি ওয়েবসাইটে কর্নিকে বারবার 'The Right Honourable Mark Carney' বলে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লিডার্স মিটিংয়ের সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দফতরের ওয়েবসাইটে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সনকে 'The Right Honourable Christopher Luxon' বলে সম্বোধন করা হয়েছে। 

শুরুটা কীভাবে হয়েছিল?
'Right Honourable'-এর ব্যবহার মধ্যযুগের ইংল্যান্ডে প্রথম শুরু হয়। উচ্চপদস্থ ব্রিটিশ সম্মানীয় ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করা হত। Right-এর অর্থ পূর্ণ কিংবা উচ্চস্তরের বলে মনে করত ব্রিটিশরা। এই উপাধি আদতে ব্রিটিশ রাজতন্ত্রের একটি অবশিষ্ট পরম্পরা। 

 

Read more!
Advertisement
Advertisement