প্রায় ৯ মাস মহাকাশে দিনযাপন করেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। কয়েক দিন আগে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। যে মুহূর্তের সাক্ষী থেকেছে তামাম বিশ্ব। মহাকাশ থেকে ফেরার পর প্রথমবার মুখ খুললেন সুনীতা। মহাকাশ-যাপনের নানা অভিজ্ঞতার মধ্যে ভারতকে নিয়ে দারুণ এক কথা শোনালেন মহাকাশচারী।
মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? এই প্রশ্নের উত্তর পেতে অনেকেই মুখিয়ে থাকেন। এবার এমন প্রশ্নেরই উত্তর দিলেন সদ্য মহাকাশ থেকে ফেরা সুনীতা। বললেন, 'ভারত অসাধারণ।' তাঁর সংযোজন, 'প্রতিবার যখনই আমরা হিমালয়ের উপরে যাই, দুর্দান্ত ছবি দেখতে পাই।'
এর আগে, ১৯৮৪ সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী রাকেশ শর্মা। মহাকাশে থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে যৌথ টেলিভিশন সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময় রাকেশকে ইন্দিরা প্রশ্ন করেছিলেন, 'মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়?' জবাবে রাকেশ বলেছিলেন, 'সারে জহাঁ সে আচ্ছা।'
ভারতের প্রশংসা
ভারতের প্রশংসায় পঞ্চমুখ সুনীতা। বলেছেন, ভারত একটা মহান দেশ। দারুণ গণতন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, 'আশা করি, বাবার দেশে ফিরব...।' প্রসঙ্গত, গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে সুনীতার পৈতৃক ভিটে।
গত বছর জুন মাসে স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু বোয়িংয়ের ওই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন। ফিরতে পারেননি। পরে সুনীতাদের ছাড়াই ওই মহাকাশযান ফিরে আসে। এরপর সুনীতাদের ফেরা নিয়ে নানা টালবাহানা চলে। এর মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। সুনীতাদের ফেরানো নিয়ে বাইডেন প্রশাসন রাজনীতি করেছেন বলে অভিযোগ করেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ফের প্রেসিডেন্ট হলে সুনীতাদের দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। সেই মতোই সুনীতাদের ফেরানো হল। ২৮৬ দিন পর ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন সুনীতারা।