Nepal Unrest LIVE: 'নেপালে স্থিতিশীলতা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ, শান্তি বজায় রাখুন', বার্তা মোদীর

Aajtak Bangla | কাঠমাণ্ডু | 09 Sep 2025, 10:37 PM IST

নেপালের পরিস্থিতি অনেকটা বাংলাদেশের মতোই রূপ নিল। প্রবল চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সূত্রের খবর, একের পর এক মন্ত্রীর ইস্তফার জেরে কোণঠাসা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গদি টলমল ছিলই। যার নির্যাস, চিকিত্‍সার নাম করে দুবাই পালানোর তোড়জোড করছিলেন দেশটির প্রধানমন্ত্রী।

নেপালে বিদ্রোহ

নেপালের পরিস্থিতি অনেকটা বাংলাদেশের মতোই রূপ নিল। প্রবল চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সূত্রের খবর, একের পর এক মন্ত্রীর ইস্তফার জেরে কোণঠাসা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গদি টলমল ছিলই। যার নির্যাস, চিকিত্‍সার নাম করে দুবাই পালানোর তোড়জোড করছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তাঁর বিশেষ বিমানও তৈরি রয়েছে বলে খবর। ইতিমধ্যেই অশান্তি রুখতে নেপাল সেনা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বলে, পদত্যাগ করার জন্য। অন্যদিকে, নেপালের পরিস্থিতি নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গও। যেহেতু দার্জিলিং সহ উত্তরবঙ্গের একটি বড় অংশ নেপাল সীমান্তে, তাই  উত্তরবঙ্গের পুলিশকর্তাদের অ্যালার্ট হওয়ার নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নেপালের পরিস্থিতি এতটাই খারাপ যে, নেপালে বসবাসকারী ভারতীয়দের সজাগ থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। একটি বার্তায় নেপালের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই পরিস্থিতির মোকাবিলা এবং সমাধান খোঁজার জন্য আমি নির্দিষ্ট কিছু দলের সঙ্গে আলোচনা চালাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একটা সর্বদলীয় বৈঠকও ডেকেছি। এই কঠিন পরিস্থিতিতে সকল ভাইবোনকে শান্ত থাকার অনুরোধ করছি।’ নেপালের প্রতি মুহূর্তের আপডেট।

10:33 PM (in 5 hours)

নেপালে শান্তি বজায় রাখার আবেদন ভারতের প্রধানমন্ত্রী মোদীর

Posted by :- Soumen Karmakar

নেপালের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ হিমাচল প্রদেশ এবং পঞ্জাব থেকে ফিরে আসার পর, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপাল নিয়ে আলোচনা করা হয়েছে। নেপালে সহিংসতা হৃদয়বিদারক। অনেক তরুণের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি নেপালের সমস্ত ভাইবোনদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি।'

8:41 PM (in 3 hours)

রাষ্ট্রপতির শান্তির আবেদন

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর রাষ্ট্রপতির শান্তির আবেদন। কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করবেন।
 

8:35 PM (in 3 hours)

নেপালের বিক্ষোভের প্রভাব ভারতের সীমান্তবর্তী এলাকায় পড়েছে

Posted by :- Madhurma Dev

নেপালে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর প্রভাব ভারতের সীমান্তবর্তী এলাকায়ও দৃশ্যমান। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার সংলগ্ন নেপালের দারচুলা এবং বৈতেড়িতেও সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। নেপালের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পুলিশ এবং সশস্ত্র সীমা বল (SSB) সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে। কালী নদীর আশেপাশে ক্রমাগত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত অতিক্রমকারীদের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে। পিথোরাগড়ের পুলিশ সুপার রেখা যাদব জানিয়েছেন, সীমান্তের সমস্ত থানা এবং পোস্টগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে সীমান্তে কোনও অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি। 
 

7:13 PM (in an hour)

অরাজক পরিস্থিতি নেপালে

Posted by :- sumana

নেপালের বিক্ষোভকারীরা জেলের গেট ভেঙে ফেলেছে, শত শত বন্দি পালিয়ে গেছে। 

6:10 PM (in 19 minutes)

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী প্রয়াত

Posted by :- Madhurma Dev

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী প্রয়াত। বিক্ষোভকারীরা তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
 

5:42 PM (9 minutes ago)

প্রধানমন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের জয় বললেন বালেন শাহ

Posted by :- Madhurma Dev

কাঠমান্ডুর মেয়র প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগকে বড় জয় বললেন বালেন শাহ। পাশাপাশি বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

5:15 PM (37 minutes ago)

নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন

Posted by :- sumana

 

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। এরআগে প্রধানমন্ত্রীও এদিন পদত্যাগ করেন।

4:31 PM (an hour ago)

বিদেশমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধাওয়া করে মারধর

Posted by :- Madhurma Dev

নেপালে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী অর্জুন রানা দেউবাকে ধাওয়া করে। এরপর বেধড়ক মারধর করে। এছাড়াও, উপপ্রধানমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলকেও বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা। 

4:01 PM (2 hours ago)

কাঠমান্ডুগামী সব বিমান বাতিল

Posted by :- Arindam

কাঠমাণ্ডগামী সব বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। ইন্ডিগো-র তরফেও জানানো হয়েছে, নেপালগামী বিমান পরিষেবা আপাতত বন্ধ। নেপালের কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে।
 

3:50 PM (2 hours ago)

Gen Z আন্দোলনকারীরা বলেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দেখতে চান

Posted by :- Madhurma Dev

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর, কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

 


 

3:49 PM (2 hours ago)

যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিগো এয়ারলাইন্স

Posted by :- Soumick Majumdar

নেপালের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিগো এয়ারলাইন্স। কাঠমান্ডুতে সমস্ত ফ্লাইটের আসা-যাওয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। ইন্ডিগোর অফিসিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়ায় নজর রাখার সুপারিশ সংস্থার।

 

3:38 PM (2 hours ago)

পদত্যাগপত্র গ্রহণ

Posted by :- sumana

নেপালের  রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, রাষ্ট্রপতির সহকারী জানালেন।

3:37 PM (2 hours ago)

ইন্ডিগোর অ্যাডভাইজারি

Posted by :- sumana

কাঠমান্ডুর  পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ, কাঠমান্ডুর সমস্ত ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে। জানিয়ে দিল ইন্ডিগো।
 

3:29 PM (2 hours ago)

সুপ্রিম কোর্টেও বিক্ষোভকারীরা

Posted by :- sumana

নেপালে সংসদ ভবন পুড়িয়ে দেওয়ার পর, বিক্ষোভকারীরা এখন সুপ্রিম কোর্টে প্রবেশ করেছে, সুপ্রিম কোর্টে আগুন লাগানো হয়েছে

2:40 PM (3 hours ago)

নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা

Posted by :- Soumick Majumdar

নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। দেখুন সেই ছবি:

 
2:37 PM (3 hours ago)

নেপালের সংসদে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

Posted by :- Soumick Majumdar

কাঠমান্ডুতে হিংসাত্মক রূপ নিল বিক্ষোভ। সংসদ ভবনে প্রবেশ করে উভয় কক্ষেই আগুন ধরিয়ে দিল আন্দোলনকারীরা। আপাতত বিক্ষোভকারীদের দখলে সংসদ ভবন।

2:35 PM (3 hours ago)

দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্তে হাই অ্যালার্ট

Posted by :- Arindam

নেপালে চলতে থাকা বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গিয়েছে, নেপাল সরকারের তরফে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর থেকেই প্রতিবেশী দেশে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। বিক্ষোভ দমাতে প্রশাসন কড়া পদক্ষেপ নিলেও শান্ত হয়নি জনতা। এর জেরে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, পানিটাঙ্কি সীমান্তে ইতিমধ্যেই একটি পুলিশ পোস্ট গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সীমান্ত পেরোনোর যাবতীয় গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সীমান্তে যাতে কোনওরকম গন্ডগোল না হয়, তার জন্য সমস্ত দিকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।’’

2:34 PM (3 hours ago)

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ দখল করেছে আন্দোলনকারীরা

Posted by :- Madhurma Dev

আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর অফিস 'সিং দরবার'-এও প্রবেশ করেছে। এমনকি সংসদ ভবনও বিক্ষোভকারীদের দখলে।

 

নেপালের সংসদ ঢাকল কালো ধোঁয়ায়
কেপি ওলির অফিসেও আন্দোলনকারীদের বিক্ষোভ-স্লোগান
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রবেশ করে
2:31 PM (3 hours ago)

নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগ

Posted by :- Madhurma Dev

আন্দোলনের চাপে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পুরো সংসদ ভবনও এখন বিক্ষোভকারীদের দখলে।