Advertisement

Nobel prize in physics 2021: পদার্থবিদ্যায় নোবেল পেলেন আমেরিকা, জার্মানি ও ইতালির গবেষক

nobel prize in physics 2021 : ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জর্জিও প্যারিসি। যৌথভাবে তাঁরা এই পুরস্কার পান। জটিল শারীরিক ব্যবস্থা, জলবায়ু আর পৃথিবীর সম্পর্কে গবেষণার জন্য এই ৩ বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা করে।

পদার্থবিদ্যায় নোবেলজয়ী ৩ গবেষক
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 Oct 2021,
  • अपडेटेड 4:26 PM IST
  • ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ জন
  • তাঁরা ৩ জন ৩ দেশের বাসিন্দা
  • বাড়ি আমেরিকা, জার্মানি ও ইতালি

Nobel prize in physics 2021 : ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জর্জিও প্যারিসি। যৌথভাবে তাঁরা এই পুরস্কার পান। জটিল শারীরিক ব্যবস্থা, জলবায়ু আর পৃথিবীর সম্পর্কে গবেষণার জন্য এই ৩ বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা করে।

প্রিন্সটন ইউনিভার্সিটির সিনিয়র আবহাওয়াবিদ সাইকুরো মানাবে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্ধিত মাত্রা কীভাবে পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় সেই বিষয়ে গবেষণা করেন। 

আরও পড়ুন : 'বিশ্বভারতীর ছেলে-মেয়েরা নেশা করে, রবীন্দ্রনাথ থাকলে সুইসাইড করতেন'

জার্মানির ক্লাউস হাসেলম্যান আবার একটি মডেল তৈরি করেছেন যা আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে সংযুক্ত। আবহাওয়া পরিবর্তনশীল অথচ তারপরও জলবায়ুর মডেলগুলি কীভাবে কাজ করে সেই সম্পর্কে গবেষণা করেছেন তিনি। 

আর এক পদার্থবিদ জর্জিও প্যারিসি, রোমের সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি নোবেল পেয়েছেন বিশৃঙ্খল জটিল উপকরণের মধ্যে লুকানো নিদর্শন আবিষ্কারের জন্য।

কেন এই নোবেল বিজ্ঞানীদের দেওয়া হল তা নিয়ে পদার্থবিজ্ঞানের নোবেল কমিটির সভাপতি থর্স হ্যানস হ্যানসন বলেন, 'এই বছরের আবিষ্কারগুলি প্রমাণ করে যে, জলবায়ু সম্পর্কে আমাদের জ্ঞান আসলে বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে। জটিল শারীরিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং বিবর্তন সম্পর্কে এবারের গবেষণা আমাদের আরও শক্তিশালী করেছে।' 

আরও পড়ুন : মহালয়া শুভ না অশুভ? জানুন বিশেষ দিনের আসল তাৎপর্য

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, আমেরিকার গবেষক মানাবে ও জার্মানির হাসেলমান পাবেন এবারের পুরস্কারের অর্ধেক। বাকি অর্ধেক পাবেন ইতালির বিজ্ঞানী পারিসি।

জানা গিয়েছে, বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সাহিত্যের নোবেল ঘোষণা। শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement