উত্তর কোরিয়ার (North Korea) সর্বোচ্চ নেতা কিম জং উন (Kim Jong Un) তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখার জন্য পরিচিত। এবার তাঁকে দেখা গেল তাঁর মেয়ের (Kim Jong Un's Daughter) সঙ্গে। এই প্রথম মেয়ের সঙ্গে জনসমক্ষে উপস্থিত হলেন কিম। মেয়ের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA) জানিয়েছে, কিমের মেয়ে সাদা পাফার জ্যাকেট পরেছিলেন। বাবার হাত ধরে হাঁটছিলেন মেয়ে। রাষ্ট্রীয় মিডিয়া যদিও কিমের মেয়ের নাম জানায়নি।
শুক্রবার একটি ব্য়ালিস্টিক মিসাইলের (Intercontinental Ballistic Missile) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সেই মিসাইল পরীক্ষার সময় কিমের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়েও। পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড থেকে ওই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। জাপানের জলসীমার কাছে পড়ে মিসাইলটি। এই মিসাইলের পাল্লা প্রায় ১০০০ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রয়েছে এই মিসাইলের।
উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেছেন যে এই প্রথম আমরা কিম জং উনের মেয়েকে কোনও অনুষ্ঠানে দেখলাম। তিনি আরও জানান যে কিমের মেয়ে সম্পর্কে তথ্য প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি দেখায় যে কিম ফুরফুরে মেজাজে রয়েছেন। তিনি কোনও কিছুতেই ভয় পান না। বিশেষজ্ঞরা বলেন, কিমের মোট তিন সন্তান রয়েছে, দুই মেয়ে ও এক ছেলে।
২০১৩ সালে অবসরপ্রাপ্ত আমেরিকান বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান বলেছিলেন যে কিমের জু এ নামে একটি কন্যা রয়েছে। সেই বছর উত্তর কোরিয়া সফরের পর রডম্যান দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেছিলেন যে তিনি কিম এবং তাঁর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। শিশুটিকে তিনি কোলেও নিয়েছিলেন।