Advertisement

JD Vance Pahalgam Attack: 'জঙ্গিদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, তবে...', পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিয়ে পরামর্শ জেডি ভ্যান্সের

পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে 'সাবধানী' হওয়ার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তাঁর কথায়, 'ভারত যেন এমন  প্রতিক্রিয়াও না দেখায়, যার থেকে এই সমগ্র অঞ্চলে বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।' একইসঙ্গে, পাকিস্তান যেন এই হামলার তদন্তে ভারতের সহযোগিতা করে, সেই প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।

Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 02 May 2025,
  • अपडेटेड 8:42 AM IST

পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে 'সাবধানী' হওয়ার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তাঁর কথায়, 'ভারত যেন এমন  প্রতিক্রিয়াও না দেখায়, যার থেকে এই সমগ্র অঞ্চলে বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।' একইসঙ্গে, পাকিস্তান যেন এই হামলার তদন্তে ভারতের সহযোগিতা করে, সেই প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।

ফক্স নিউজে জেডি ভ্যান্সের বক্তব্য

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বাইয়ার’ অনুষ্ঠানে গিয়েছিলেন ভ্যান্স। সম্প্রতি তিনি সপরিবার ভারত এসেছিলেন। সেই অনুষ্ঠানেই তিনি বলেন, 'আমাদের বিশ্বাস, ভারত এমনভাবে এই জঙ্গি হামলার জবাব দেবে যাতে, এই বৃহত্তর অঞ্চলে বড় কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়।' 

আরও পড়ুন

তিনি আরও বলেন, 'পাকিস্তান, যদি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করে। পাকিস্তানে থাকা জঙ্গিদের যেন খুঁজে বের করা হয়। পাকিস্তানের থেকে এটুকুই আশা করব।' 

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তাঁর পরিবার চারদিনের সফরে ভারতে এসেছিলেন। ঠিক সেই সময়েই ঘটে যায় কাশ্মীরের পহেলগাঁও হামলা। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ভূূস্বর্গে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ওই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় প্রাণ হারান।

পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

গত মাসে এই ঘটনার পরেই এক্স-এ পোস্ট করে শোকবার্তা জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 
 

পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় প্রাণ হারান। এটি সাম্প্রতিক সময়ে কাশ্মীরের সবচেয়ে ভয়ঙ্কর নাশকতার ঘটনা।  

এর আগে বুধবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেন। রুবিও পাকিস্তানকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

প্রতিশোধের প্রতিশ্রুতি অমিত শাহের

বৃহস্পতিবার এই হামলার বিষয়ে প্রথম প্রকাশ্য বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'কেউ যদি মনে করে কাপুরুষোচিত এই হামলা করে বিশাল সাফল্য মিলেছে, তাহলে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদীর ভারত —, একের পর এক প্রতিশোধ নেওয়া হবে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement