Advertisement

Asim Munir: ভারতের কাছে হেরেও পাকিস্তানে জয়জয়কার সেনাপ্রধান মুনিরের, পাচ্ছেন সর্বোচ্চ প্রোমোশন

ভারতের সঙ্গে সংঘাতের আবহের পর পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত 'পুরস্কার' দিল পাকিস্তান। ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হল মুনিরের। সে দেশের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পদ এটি। 

আসিম মুনির।আসিম মুনির।
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 20 May 2025,
  • अपडेटेड 6:41 PM IST
  • পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত 'পুরস্কার' দিল পাকিস্তান।
  • ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হল মুনিরের।
  • সে দেশের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পদ এটি। 

ভারতের সঙ্গে সংঘাতের আবহের পর পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত 'পুরস্কার' দিল পাকিস্তান। ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হল মুনিরের। সে দেশের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পদ এটি। 

মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুনিরের পদোন্নতির বিষয়টি অনুমোদন করেছে সে দেশের মন্ত্রিসভা। 

পাকিস্তানের সামরিক বাহিনীর  সর্বোচ্চ পদ হল ফিল্ড মার্শাল পদ। জেনারেল মুনির দেশের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হচ্ছেন। এর আগে, আইয়ুব খান ১৯৫৯-১৯৬৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন। 


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তবুও কূটনৈতিক মহলের একাংশের মতে, পাক  সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা বিশ্বকে এই বার্তা দিতে পারে যে সেনাপ্রধান মুনির পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। সেই কারণেই তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে। কিন্তু আসলে ভারতের কাছে বেসামাল হয়েছে পাকিস্তান। 

Read more!
Advertisement
Advertisement