
মহিলা সাংবাদিককে চোখ মেরে 'মানসিক রোগী' বলে অপমান পাক সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর। শুধু তাই নয়, প্রশ্ন পছন্দ না হওয়ায় এই মহিলা সাংবাদিককে চোখও মারেন তিনি। সংবাদ সম্মেলনের সময় এই ঘটনাটি ঘটে। ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি প্রবল সমালোচনার মুখে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সাংবাদিক আবসা কোমল জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন তোলেন। সাংবাদিক বলেন, আপনার বলা তিনটি কথা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রবিরোধী এবং দিল্লির হাতের পুতুল হয়ে কাজ করেছেন। ওই সাংবাদিক আরও প্রশ্ন করেন, “এটা আগের থেকে কতটা আলাদা, নাকি ভবিষ্যতে আমাদের এর বাইরেও কিছু আশা করা উচিত?”
সাংবাদিকের প্রশ্নের উত্তরে ব্যঙ্গ করে সাংবাদিককে বলেন, “আর চতুর্থ বিষয়টি হল তিনি একজন জেহনি মারেজ, যার অর্থ মানসিক রোগী।” তারপরই চটুলভাবে হেসে কোমলকে চোখ মারেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।
এই আচরণ তাৎক্ষণিকভাবে ক্ষোভপ্রকাশ করেন। একজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, "তিনি একেবারেই পেশাদার সৈনিক নন।" ভিডিও ভাইরাল হতেই ছিঃ, ছিঃ করছেন নেটিজেনরা। পাক সেনাকর্তার এই আচরণ পাকিস্তানের লজ্জা বলে দাবি করছেন তাঁরা।
প্রসঙ্গত, এই পাক সেনাকর্তা ভারত-বিরোধী বক্তব্যে প্রেস ব্রিফিংয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন।