Advertisement

Pakistan On India: 'আফগানিস্তানে ভারতের জঙ্গিঘাঁটি', দিশেহারা পাকিস্তানের নতুন মিথ্যা

ঘরের ভিতরেই চাপে পাকিস্তান। আর সেই কারণে তারা এখন ভারতকেই দোষারোপ করার কাজে লেগে পড়েছে। এই যেমন তাদের পক্ষ থেকে নতুন দাবি, আফগানিস্তানে জঙ্গিঘাঁটি গড়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। অর্থাৎ ভারতের বিরুদ্ধে সরাসরি জঙ্গিদের সাহায্য করার অভিযোগ।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 1:08 PM IST
  • আফগানিস্তানে জঙ্গিঘাঁটি গড়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত
  • তারা এখন ভারতকেই দোষারোপ করার কাজে লেগে পড়েছে
  • ঘরের ভিতরেই চাপে পাকিস্তান

ঘরের ভিতরেই চাপে পাকিস্তান। আর সেই কারণে তারা এখন ভারতকেই দোষারোপ করার কাজে লেগে পড়েছে। এই যেমন তাদের পক্ষ থেকে নতুন দাবি, আফগানিস্তানে জঙ্গিঘাঁটি গড়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। অর্থাৎ ভারতের বিরুদ্ধে সরাসরি জঙ্গিদের সাহায্য করার অভিযোগ।

আর এই দাবিটি কোনও যা তা লোক করেনি। বরং করেছেন পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনে ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শফির চৌধুরি। তিনি পেশোয়ারে একটি প্রেস কনফারেন্স করার সময় এই দাবি করেন। 

আর তাৎপর্যপূর্ণভাবে এই দাবি তখন এল, যখন আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক একবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সুযোগ পেলেই আফগানিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামলা চালাচ্ছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ একবারেই মানতে চায়নি আফগানিস্তান। তাদের তরফে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

ও দিকে এত কাঁদুনি গেয়েও পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। তাদের তরফে ইতিমধ্যেই কাবুলে করা হয়েছে হামলা। সেখানে তেহেরেক-ই তালিবান নামক এক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হেড কোয়ার্টারে হামলা চালানো হয়েছে তাদের তরফে দাবি। 

ভারতে রয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী
প্রথমবারের জন্য ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এতে দুই দেশের সম্পর্ক ভালো হচ্ছে বলেই ইঙ্গিত। আর এমন সময়ই আফগানিস্তান ও ভারতকে নিয়ে একযোগে আক্রমণ শাণালো পাকিস্তান। অর্থাৎ সোজা ভাষায় দুই পক্ষকে চাপে রাখার চেষ্টা। কিন্তু তাতে আদৌ কাজ হবে না বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। 

এটা নতুন কিছু নয়
পাকিস্তান বহুদিন ধরেই এই কার্ড খেলে এসেছে। তারা ঘরে কোনও সমস্যা হলেই ভারতের দিকে আঙুল তুলে দেয়। আর আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হওয়ায় ভীষণ জ্বলছে তাদের। যার ফলে মাঝে মধ্যেই ভারতকে নিয়ে নানা উক্তি ভেসে আসছে। আর সেই আক্রমণের শেষতম সংযোজন হল এই দাবি। 

যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনও উত্তর দেওয়া হয়নি। আরও সহজ করে বললে,পাকিস্তানের এই দাবিকে পাত্তাই দেওয়া হচ্ছে না। বরং এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিফ মুনিরের ব্যর্থতা বলেই মনে করছেন তারা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement