Advertisement

India Pakistan Conflict: ভারতের সেনাপ্রধানের হুমকিতে ভীত পাকিস্তান, মুখে জিততে আলটপকা মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তান বিশ্বের মানচিত্রে থাকতে চাইলে তাদের সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তা  নিয়ে পাল্টা মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

Khawaja Muhammad AsifKhawaja Muhammad Asif
Aajtak Bangla
  • দিল্লি ও ইসলামাবাদ ,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 1:51 PM IST
  • ভারতের হুমকিতে নড়েচড়ে বসল পাকিস্তান
  • ভারতকে পাল্টা হুমকি দেওয়ার চেষ্টা শেহবাজ শরিফের মন্ত্রীর

পাকিস্তান বিশ্বের মানচিত্রে থাকতে চাইলে তাদের সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তা  নিয়ে পাল্টা মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর হুমকি, ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা দেওয়া হবে। 

যদিও পাকিস্তানের এই মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। অপারেশন সিঁদুরের সময় সেই দেশের ৩০০ কিমি ভিতরে ঢুকে আক্রমণ করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। নিকেশ করা হয়েছিল বহু জঙ্গি। তাই পাকিস্তান এখন 'মুখে জেতার' জন্য এই ধরনের মন্তব্য করছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। 

আসিফের দাবি, ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী  ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছেন তা উস্কানিমূলক। ভারত হারানো বিশ্বাস  ফিরে পাওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, 'ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য আসলে কলঙ্কিত খ্যাতি পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা। ৬-০ স্কোরের এত চূড়ান্ত পরাজয়ের পর, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে তার ফলাফল ঈশ্বরের ইচ্ছায় আগের চেয়ে অনেক ভালো হবে।'

তবে আসিফ কেন ৬-০ উল্লেখ করলেন তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,অপারেশন সিঁদুরের পর পাকিস্তান দাবি করেছিল, তারা ৬টি রাফাল বিমান ভূপতিত করেছে। সেটাই ইঙ্গিত করতে চেয়েছেন তিনি। যদিও পাকিস্তানের সেই দাবির কোনও সারবত্তা নেই। রাফাল ধ্বংসের স্বপক্ষে তারা কোনও প্রমাণ সামনে আনতে পারেনি। ভারতের তরফেও পাক প্রশাসনের দাবিকে নস্য়াৎ করা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাফাল ধ্বংসের কথা বলে পাকিস্তানের আম আদমিকে দিনের পর দিন সান্ত্বনা দিয়ে চলেছে শেহবাজ শরিফের সরকার। সেই কাজটাই করে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রীও।

সেদিন ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সাফ জানান, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে তাহলে এর পরের যে অপারেশন হবে তাতে কাউকে রেয়াত করা হবে না। অপারেশন সিঁদুরের সময় ভারতের লক্ষ্য ছিল সেই দেশের আম আদমিকে নিরাপদে রাখা। তাদের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা। তবে  পরেরবার আরও বড় অপারেশন হবে বলেও জানিয়েছিলেন দ্বিবেদী।  জওয়ানদের প্রস্তুত থাকার বার্তাও দিয়েছিলেন। সেই বার্তাতে ভয় পেয়েই পাকিস্তান ঘাবড়ে গিয়ে ভুল বকছে বলে দাবি করছেন কূটনীতিবিদরা।

Advertisement

তাঁদের আরও দাবি, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান বেজায় চাপে। তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত শেষ করে দিয়েছে ভারত। তা নিয়ে চিন্তিত শেহবাজ শরিফের দেশ। সেই ক্ষতিকে চাপা দিতেই এখন সেই দেশের নেতারা  ভারতের বিরুদ্ধে মুখে বড় বড় কথা বলছেন।  

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা হয়। তারপর ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। যার জেরে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর ১১মে সমঝোতার পরই উত্তেজনা কমে। ভারত সেই সময় দাবি করেছিল, পাকিস্তানের অনুরোধের সমঝোতা হয়েছিল। 

  

 

Read more!
Advertisement
Advertisement