ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছে। এরই মধ্য়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যদি আলোচনা হয় তাহলে কাশ্মীর সমস্যা, সিন্ধু জল চুক্তি (IWT) এবং সন্ত্রাসবাদের মতো প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, 'কাশ্মীর, সিন্ধু ও সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আমরা যুদ্ধবিরতিতে অটল থাকব।' আসিফ আরও দাবি করেন, 'ভারতের সঙ্গে এর আগেও নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে যেগুলো নিয়ে আগে কোনও সমাধানসূত্রে আসা যায়নি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি।'
এই বিবৃতি এমন সময় এসেছে যখন ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে স্থল-আকাশ এবং সমুদ্রে সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়েছে। যদিও পাকিস্তান সংঘর্ষবিরতি বলে দাবি করেছে। ভারত যদিও একে 'পারস্পরিক সমঝোতা' বলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'এই সংঘর্ষবিরতি স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। এটি ইতিবাচক লক্ষণ। তবে এখনই কিছু বলা ঠিক হবে না।'
গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এতে পাকিস্তানের যোগ সামনে আসে। তারপরই ভারত স্ট্রাইক করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে। তাতে প্রায় শতাধিক জঙ্গি মারা যায়। জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।
আসিফ আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে শান্তির সম্ভাবনাবাড়তে পারে। তিনি বলেন, 'আমরা আশা করি ভারত এবং সেই দেশের রাজনীতি একদিন সমগ্র দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখবে।' পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংকটে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে চিন, তুরস্কের মতো দেশগুলোর সাহায্যের কথা উল্লেখ করেছেন। যদিও খাজা আসিফের বক্তব্যের নিয়ে ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।