Advertisement

Pakistan Hindu Girl Rescued: হিন্দু কিশোরীকে জোর করে অপহরণের পর মুসলিম বৃ্দ্ধের সঙ্গে বিয়ে, বিরাট শোরগোল

Pakistan Hindu Girl Rescued: তিন মাস আগে মালপুরখাস জেলার কুনরি শহর থেকে অপহৃত হন সুনীতা। পরে তাঁকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং বয়সে অনেক বড় এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁকে উমারকোট এলাকায় উদ্ধার করা হয়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 10:28 PM IST

Pakistan Hindu Girl Rescued From Forced Conversion: অবশেষে তিন মাসের যন্ত্রণা শেষ। পরিবারের কাছে ফিরলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের হিন্দু কন্যা সুনীতা কুমারী মহারাজ। আদালতের নির্দেশে শনিবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় হিন্দু সমাজে স্বস্তি ফিরে এল, যদিও পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু মেয়েদের উপর এমন নির্যাতন নতুন নয়।

তিন মাস আগে মালপুরখাস জেলার কুনরি শহর থেকে অপহৃত হন সুনীতা। পরে তাঁকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং বয়সে অনেক বড় এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁকে উমারকোট এলাকায় উদ্ধার করা হয়।

উমারকোটের এক নিম্ন আদালত শনিবার সুনীতাকে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। মামলার পক্ষের হিন্দু সমাজকর্মী শিবা কাচ্চি জানিয়েছেন, “এই রায় আমাদের সমাজের জন্য আশার আলো। সুনীতা ভাগ্যবতী, কারণ এমন ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা আর ফেরে না।”

আরও পড়ুন

স্থানীয় অধিকারকর্মী অ্যাডভোকেট চন্দর কোহলি বলেন, “সুনীতার ঘটনা কোনও একক ঘটনা নয়। সিন্ধ প্রদেশজুড়ে হিন্দু মেয়েদের অপহরণ, জোর করে ধর্মান্তর ও বিয়ের ঘটনা এখন এক নিয়মে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তরা প্রায়ই ভুয়ো নথি তৈরি করে আদালতে প্রমাণ দেয় যে মেয়েটি নাকি নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। দরিদ্র পরিবারগুলির পক্ষে এইসব মামলায় লড়াই চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মানবাধিকার কর্মীদের দাবি, পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু ও শিখ পরিবারের মেয়েরা ক্রমাগত এই বিপদের মুখে বাস করছে। সুনীতার মুক্তি এক মুহূর্তের স্বস্তি দিলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অনেক দূরে।

 

Read more!
Advertisement
Advertisement