Advertisement

Pakistan Hindu Temple : পাকিস্তানে শতাব্দী প্রাচীন শিবমন্দির দখল, অবৈধ নির্মাণ গড়ে তোলার অভিযোগ

পাকিস্তানে শিব মন্দির দখলের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ সেখানকার হিন্দু সম্প্রদায়ের। তাদের দাবি, সেই মন্দিরের এলাকা অবৈধভাবে দখল করে নিচ্ছে স্থানীয় লোকজন।

Representative Photo Representative Photo
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 May 2025,
  • अपडेटेड 3:27 PM IST
  • পাকিস্তানে শিব মন্দির দখলের চেষ্টা করা হচ্ছে
  • অভিযোগ সেখানকার হিন্দু সম্প্রদায়ের

পাকিস্তানে শিব মন্দির দখলের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ সেখানকার হিন্দু সম্প্রদায়ের। তাদের দাবি, সেই মন্দিরের এলাকা অবৈধভাবে দখল করে নিচ্ছে স্থানীয় লোকজন। এমনকী মন্দিরের জায়গায় অবৈধ নির্মাণ গড়ে তোলা হচ্ছে। 

পাকিস্তানের সিন্ধ প্রদেশের ট্যান্ডো জাম শহরে রয়েছে এই শিবমন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরে পুজোঅর্চনা করে হিন্দুরা। অভিযোগ, সেই মন্দির অবৈধভাবে দখলের চেষ্টা হচ্ছে। এই নিয়ে সরকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। 

হিন্দু কমিউনিটির সেই নেতা শিবা কাচ্চি জানান, 'মন্দিরটি ১০০ বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে। তবে স্থানীয় দখলদাররা মন্দির চত্বর দখল করতে শুরু করেছে। মন্দিরের চারপাশে অবৈধ নির্মাণ গড়ে তোলা হচ্ছে। তাতে মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। পুজো করা যাবে না। প্রশাসনের নজরে বিষয়টা আনা হয়েছে।' 

ওই কাচ্চি আরও জানান, মন্দিরকে দখলদারদের কবলমুক্ত করার ক্ষমতা তাঁদের নেই । মন্দিরের অনেকটা এলাকা ছিল। দখল হয়ে যাওয়ায় জায়গা কমে যাচ্ছে। অথচ মন্দিরের ঐতিহ্যের কথা মাথায় রেখে গত বছরই সংস্কার করা হয়। প্রতি সোমবার ওই মন্দিরে শিবের ভজন হয়। এলাকার হিন্দুরা জমায়েত করেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেটাও বন্ধ হয়ে যাবে হয়তো। 

ওই ব্যক্তি বলেন, 'এলাকার এক প্রভাবশালী প্রোমোটার মন্দির দখল করছে। তাঁর অঙ্গুলিহেলনে স্থানীয় বাসিন্দারাও কাজ করছে। বারণ করা সত্ত্বেও তারা শোনেনি। ইতিমধ্যেই মন্দিরের অনেক অংশ তারা দখল করে নিয়েছে।' 

স্থানীয় হিন্দুদের কাছ থেকে অর্থ সাহায্য় নিয়ে শিবা ইতিমধ্যেই পাকিস্তান সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। সিন্ধ প্রদেশে এমন অনেক শিবমন্দির রয়েছে যেগুলো একইভাবে দখল হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সব মন্দিরের নিরাপত্তায় সরকারের হস্তক্ষেপও দাবি করেন তিনি।        
 

Read more!
Advertisement
Advertisement