Advertisement

Pakistan Jafar Express: পাকিস্তানে আবার টার্গেট জাফর এক্সপ্রেস, বিস্ফোরণে উড়ল ট্রেন

পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা। বিস্ফোরণে ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত। চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। হামলায় ৭ জন যাত্রী আহত হওয়ার খবরও মিলেছে। 

প্রতীকী ছবি (AI)প্রতীকী ছবি (AI)
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 1:53 PM IST

পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা। বিস্ফোরণে ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত। চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। হামলায় ৭ জন যাত্রী আহত হওয়ার খবরও মিলেছে। 

পুলিশ জানিয়েছে, শিকারপুরের সুলতান কোট গ্রামের কাছে রেললাইনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসটি পাশ দিয়ে যাচ্ছিল, ফলস্বরূপ, ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। বিস্ফোরণে সাত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তান রেলওয়ে আধিকারিক জানিয়েছেন, সুক্কুর থেকে উদ্ধারকারী দল পৌঁছচ্ছে। রেলওয়ে ট্র্যাকের মেরমতি করা হচ্ছে। মেরামত করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিস্ফোরণের পর ট্রেনের গতি অনেকটা ধীরে চলছে। এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রবল যাত্রী ভোগান্তি হতে দেখা যায়।

২০২৫-এ এই নিয়ে তৃতীয় বড় হামলা
আমরা আপনাকে বলি যে এর আগেও বালুচিস্তান লিবারেশন আর্মির অনেকবার জাফর এক্সপ্রেসে আক্রমণ করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এটি ২০২৫ সালে জাফর এক্সপ্রেসে তৃতীয় বড় হামলা, যা বালুচিস্তান এবং সিন্ধুতে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখোমুখি ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে।

Read more!
Advertisement
Advertisement