Advertisement

Pakistan Rs 1,240 crore gone: ভারতকে 'সবক' শেখাতে গিয়ে পাকিস্তানের বিরাট লোকসান! ২ মাসেই গচ্চা ১২৪০ কোটি

Pakistan Airspace: গত ২৩ এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার একদিন পর, পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দেয়। আর এর ফলে পাকিস্তানের ১২৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৮ অগাস্ট ) পাকিস্তানের সংসদে দেওয়া তথ্য অনুসারে , দুই মাসে পাকিস্তান ৪.১০ বিলিয়ন (১২৪০ কোটি) পাকিস্তানি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে ।

 দুই মাসে ১২৪০ কোটি টাকার ক্ষতি দুই মাসে ১২৪০ কোটি টাকার ক্ষতি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 11:51 AM IST

Pakistan Airspace: গত ২৩ এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার একদিন পর, পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজের  আকাশসীমা বন্ধ করে দেয়।  আর এর ফলে পাকিস্তানের ১২৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।  শুক্রবার (৮ অগাস্ট ) পাকিস্তানের সংসদে দেওয়া  তথ্য অনুসারে , দুই মাসে পাকিস্তান ৪.১০ বিলিয়ন (১২৪০ কোটি) পাকিস্তানি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে । পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই ক্ষতি হয়েছে ২৪ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৫ সালের মধ্যে , যখন পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ভারতীয় বিমানকে ঘুরপথে যাত্রা করতে হচ্ছে।

৫ বছরে PAA-এর রাজস্ব বৃদ্ধি পেয়েছে: পাকিস্তান
তবে  নিজের পিঠ চাপড়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক  জানিয়েছে যে এই ক্ষতি সত্ত্বেও, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব ২০১৯ সালে ৫০৮,০০০ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৭৬০,০০০ ডলারে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আকাশসীমায় বিধিনিষেধ ফেডারেল সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। ডনের প্রতিবেদন অনুসারে , পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক  জানিয়েছে যে এই ধরনের আর্থিক ক্ষতি হলেও  সার্বভৌমত্ব এবং জাতীয় প্রতিরক্ষা সবার ঊর্ধ্বে। প্রসঙ্গত,  ২০১৯ সালে, সীমান্ত উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে পাকিস্তান ৫৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছিল।

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ
পাকিস্তানের আকাশসীমা এখনও ভারতীয় বিমানের জন্য বন্ধ রয়েছে এবং অগাস্টের শেষ সপ্তাহ পর্যন্ত তা থাকবে। একইভাবে, ভারতীয় আকাশসীমাও বন্ধ থাকবে।  ভারতীয় মন্ত্রক  স্পষ্ট করে জানিয়েছে যে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনও মূল্যই খুব বেশি নয় ।

২২ এপ্রিল পাহেলগাঁওতে জঙ্গি হামলাটি ঘটেছিল
 পাকিস্তান-ভিত্তিক জঙ্গি  সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ( টিআরএফ) ২২ এপ্রিল পাহেলগাঁওতে জঙ্গি হামলার দায় স্বীকার করে , যেখানে ২৬ জন অসামরিক নাগরিক প্রাণ হারান। এর প্রতিক্রিয়ায় ভারত কূটনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রিত  করে, সিন্ধু জল চুক্তি স্থগিত করে এবং অপারেশন সিঁদুর শুরু করার আগে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement