Advertisement

India-Pakistan : ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, চিন-ব্রিটেন-সৌদির সঙ্গে বৈঠক পাক বিদেশমন্ত্রীর

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত স্থগিত রেখেছে ভারত। প্রতিশোধ হিসেবে ভারত সামরিক পদক্ষেপ করতে পারে বলেও আশঙ্কা করছে শেহবাজ শরিফের দেশ।

Wang Yi,Ishaq DarWang Yi,Ishaq Dar
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 12:07 PM IST
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত স্থগিত রেখেছে ভারত
  • প্রতিশোধ হিসেবে ভারত সামরিক পদক্ষেপ করতে পারে বলেও আশঙ্কা করছে শেহবাজ শরিফের দেশ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত স্থগিত রেখেছে ভারত। প্রতিশোধ হিসেবে ভারত সামরিক পদক্ষেপ করতে পারে বলেও আশঙ্কা করছে শেহবাজ শরিফের দেশ। এই অবস্থায় পৃথিবীর নানা দেশকে পাশে পেতে চাইছে পাকিস্তান। তারা সৌদি আরব, চিন, ব্রিটেনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে।  

পাকিস্তান ইতিমধ্যেই চিন, ব্রিটেন ও অন্য বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলে তাঁদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। সেই দেশের বিদেশমন্ত্রী ইসহাক দার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইকে ফোন করে বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বিদেশমন্ত্রকের অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশের নেতাই একতরফা পদক্ষেপ এবং আধিপত্যবাদী নীতির বিরোধিতা করেন। ইসহাক দার জানান, ভারত একতরফা পদক্ষেপক করার দিকে হাঁটছে। পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছে পাকিস্তান। 

চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, দুই দেশের নেতার মধ্যে ফোনে কথা হয়। পাকিস্তানের অনুরোধে ফোনটি করা হয়েছিল। দুই দেশই নিরপেক্ষ তদন্তেপ পক্ষে সহমত হয়েছে। ভারত ও পাকিস্তান সংযম দেখাবে বলে আশা করছে চিন। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। যার জেরে প্রাণ যায় ২৬ জনের। সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের ধর্ম দেখে খুন করে জঙ্গিরা। এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গৈ বৈঠক করে সিন্ধু জল চুক্তি স্থগিত করেন। ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যতদিন না পাকিস্তান সস্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করবে ততদিন জল বন্ধ রাখা হবে। 

Read more!
Advertisement
Advertisement