Advertisement

Pahalgam Attack: '২৪ ঘণ্টার মধ্যে হামলা...', ভুয়ো খবর ছড়ানোয় ব্যান হল পাকিস্তানের এই মন্ত্রীর X অ্যাকাউন্ট

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এমন আবহে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। এর পরেই তাঁর X অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল ভারতে। তাঁর প্রোফাইল পিকচার এবং কভার ছবি গায়েব হয়ে গিয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 7:37 AM IST

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এমন আবহে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। এর পরেই তাঁর X অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল ভারতে। তাঁর প্রোফাইল পিকচার এবং কভার ছবি গায়েব হয়ে গিয়েছে।

বুধবার গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে পাক মন্ত্রী আতাউল্লাহ দাবি করেন, পাকিস্তানের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে। সেই তথ্য অনুযায়ী, ভারত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার অজুহাতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সেনা অভিযান চালাতে পারে। একই সঙ্গে হুমকি দিয়ে তিনি বলেন, ভারত যদি কোনওরকম আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার যোগ্য জবাব দেবে পাকিস্তান। তাঁর দাবি, এর ফলে যদি উপমহাদেশে পরিস্থিতি অশান্ত হয়, তাহলে তার দায়ভার থাকবে ভারতের উপরেই।

পহেলগাঁও হামলার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ দমন করতে নিরাপত্তাবাহিনীকে যেকোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এদিকে আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান নিজেও নাকি সন্ত্রাসবাদের শিকার। তাই এই ঘটনায় সঠিক তদন্ত করতে নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এর আগেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, ভারতের তরফে সেনা অভিযানের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। সেই কারণে পাকিস্তান রয়েছে উচ্চ সতর্কতায়। তিনি আরও বলেন, দেশের অস্তিত্ব যদি বিপদের মুখে পড়ে, তাহলে তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত সরকার শুধু পাক মন্ত্রীদের X অ্যাকাউন্টই নয়, আরও একাধিক পাক তারকা ও মিডিয়া সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলও ভারতে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া Instagram অ্যাকাউন্টগুলির তালিকায় রয়েছে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সানাম সইদ ও সাজল আলির নাম। একই সঙ্গে ভারত থেকে ব্লক করা হয়েছে ARY News, Geo News, Dawn News, BOL TV এবং Samaa TV-র মতো একাধিক প্রভাবশালী পাকিস্তানি ইউটিউব চ্যানেল।

এই ঘটনাগুলির জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার, এই পরিস্থিতি কোন দিকে গড়ায়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement