Advertisement

Pakistan- Bangladesh : 'পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক মজবুত...', ইউনূসকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজের

চিন সফর সেরে বাংলাদেশে ফিরেছেন অন্তর্বতীকালীন প্রধান মহম্মদ ইউনূস। দেশে ফেরার পরই পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পেলেন তিনি। আজ সোমবার তাঁকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Mian Muhammad Shehbaz Sharif,Muhammad YunusMian Muhammad Shehbaz Sharif,Muhammad Yunus
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 31 Mar 2025,
  • अपडेटेड 4:57 PM IST
  • চিন সফর সেরে বাংলাদেশে ফিরেছেন অন্তর্বতীকালীন প্রধান মহম্মদ ইউনূস
  • দেশে ফেরার পরই পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পেলেন তিনি

চিন সফর সেরে বাংলাদেশে ফিরেছেন অন্তর্বতীকালীন প্রধান মহম্মদ ইউনূস। দেশে ফেরার পরই পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পেলেন তিনি। আজ সোমবার তাঁকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইদের শুভেচ্ছা জানান। নিজেই এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছেন পাক প্রধানমন্ত্রী। 

সামাজিকমাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ইউনূসের সঙ্গে ফোনালাপে তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে কথা বলেছেন। ভবিষ্যতে দুই দেশ একভাবে কাজ কীভাবে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। পাকিস্তান ও  বাংলাদেশের সম্পর্ক  আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন শেহবাজ। 

দুই জনের আলোচনায় উঠে আসে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কথাও। রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। 

এক্স হ্যান্ডেলে শেহবাজ লেখেন, 'মহম্মদ ইউনূসকে ইদের শুভেচ্ছা জানিয়েছি। পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ড. ইউনুসকে তাঁর সুবিধামতো পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছি। কিংবদন্তি মিসেস রুনা লায়লার সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল।'

প্রসঙ্গত, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী হিমা রব্বানি শেষবারের মতো ঢাকা সফরে গিয়েছিলেন D-8 সম্মেলনে। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলেছে। তবে গত বছরের ৫ অগাস্ট গদিচ্যুত হয়েছেন হাসিনা। অন্তর্বতী সরকার এখন ক্ষমতায়। প্রধান ইউনূস। তাঁর আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। দুই দেশের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠকে বসেছেম। বাংলাদেশও পাকিস্তানের রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নয়া গতি পেয়েছে। 

Read more!
Advertisement
Advertisement