Advertisement

Trump-Shehbaz Sharif Meet: শেহবাজ, মুনিরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করালেন ট্রাম্প, তারপর দরজা বন্ধ করে মিটিং, কী ছক চলছে?

বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর আগে ট্রাম্প গত ১৮ জুন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেখা করেছিলেন। এবার,মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন। ২৫ সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে ওভাল অফিসের এক বন্ধ কক্ষে এই বৈঠক হয়।

Trump-Shehbaz Sharif MeetTrump-Shehbaz Sharif Meet
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 9:28 AM IST

বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়।  এর আগে ট্রাম্প গত  ১৮ জুন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেখা করেছিলেন। এবার,মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন। ২৫ সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে ওভাল অফিসের এক বন্ধ কক্ষে এই বৈঠক হয়।

ট্রাম্প  নিজের অভ্যাস মতোই এই সাক্ষাৎ নিয়ে বড় বড় কথা বলছেন। যদিও শেহবাজ শরিফ এবং আসিম মুনিরের সঙ্গে দেখা করার আগে, প্রেসিডেন্ট  ট্রাম্প তাঁদের আধ ঘন্টারও বেশি সময় ধরে  অপেক্ষা করতে বাধ্য করেন। আসিম মুনির এবং শেহবাজ শরিফ যখন ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন, তখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তবে সংবাদ মাধ্যমে কথা বলার সময়, ট্রাম্প শেহবাজ শরিফ এবং আসিম মুনিরকে 'গ্রেট লিডার' বলে অভিহিত করেন এবং বলেন যে তাঁরা ভিতরে তাঁর (ট্রাম্প) জন্য অপেক্ষা করছেন।

 

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক নেতৃত্ব এই বৈঠকটিকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছে এবং নিজেদেরকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। বৈঠকে ট্রাম্পের সঙ্গে  ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তান জানিয়েছে, বৈঠকটি ইতিবাচক পরিবেশে হয়েছে। বৈঠকের পর প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী শেহবাজ এবং ফিল্ড মার্শাল মুনিরকে ট্রাম্পের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে। 

ট্রাম্প যখন তাঁর দুই অতিথির সঙ্গে  দেখা করতে আসেন, তখন ওই কক্ষের দরজা প্রেসের জন্য বন্ধ করে দেওয়া হয়। সাধারণত  রাষ্ট্রপ্রধানদের সঙ্গে  বৈঠকের সময় ট্রাম্প প্রায়শই নিজের একটি বিশাল প্রেস দল নিয়ে থাকেন। ওয়াশিংটনের সময় বিকেল ৪:৩০ মিনিটে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প শেহবাজ ও মুনিরকে বন্ধ কক্ষে অপেক্ষা করান। এর ফলে বৈঠক প্রায় ৩০ মিনিট দেরিতে হয়। বৈঠকটি প্রায় এক ঘন্টা ২০ মিনিট ধরে চলে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা হওয়ার ছয় বছর পর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ট্রাম্পের মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার দুই নেতার সঙ্গে দেখা করার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'রাশিয়া এবং প্রেসিডেন্ট  পুতিন যা করছেন তাতে আমি খুবই অসন্তুষ্ট। আমি এটা মোটেও পছন্দ করি না... আমি সাতটি যুদ্ধের সমাধান করেছি। আসলে, আমার কাছে মহান নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল একজন মহান মানুষ, এবং প্রধানমন্ত্রীও, তাঁরা দুজনেই  আসছেন,  তাঁরা হয়তো এখন এই ঘরে আছেন। কারণ আমি দেরি করে ফেলেছি...।' শেহবাজ শরিফ বর্তমানে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে  নিউইয়র্কে আছেন। তিনি এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, জুলাই মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কথিত তেলের মজুদ কাজে লাগাতে চায়, যে প্রকল্পে রাষ্ট্রপতি ট্রাম্প নিজেই আগ্রহী।

এর আগে, এই সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সঙ্গে দেখা করা আটটি ইসলামিক দেশের নেতাদের মধ্যে শেহবাজ শরিফও ছিলেন। এই সময় ট্রাম্প গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটাতে ইসলামী দেশগুলির প্রধানদের সঙ্গে আলোচনা করেন।

Read more!
Advertisement
Advertisement