ভারতের অপারেশন সিঁদুরের অভিঘাতে পর্যদুস্ত হয়েছে পাকিস্তান। ধ্বংস হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয়দাতা, তা আরও একবার প্রমাণিত হয়েছে। সে দেশে প্রায়শই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবার পাকিস্তানের দীর্ণ চেহারার এক রিপোর্ট প্রকাশ্যে এল। যে রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে বিস্ফোরণের ঘটনায় মোট ৭৯০ জন নাগরিক হতাহত হয়েছেন। যাঁদের মধ্যে মৃতের সংখ্যা ২১০। বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুর নিরিখে বিশ্বের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান।
যদিও ২০২৩ সালের তুলনায় সাধারণ নাগরিকদের মৃত্যুর সংখ্যা ২০২৪ সালে পাকিস্তানে ৯ শতাংশ কমেছে বলে দাবি করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এই ধরনের ঘটনার সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। ব্রিটেনের এনজিও অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স অনুযায়ী এই তথ্য প্রকাশ্যে এসেছে।
তালিকায় পাকিস্তানের আগে রয়েছে প্যালেস্তাইন (গাজা), ইউক্রেন, লেবানন, সুদান, মায়ানমার, সিরিয়া। এই সব দেশই যুদ্ধবিধ্বস্ত। পাকিস্তানের তুলানায় ভাল পরিস্থিতি রাশিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরান, ইজরায়েলের মতো দেশে।
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গত বছরই পাকিস্তানে সবচেয়ে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৮ সালের পর গত বছরই এই ধরনের হিংসাত্মক ঘটনায় সে দেশে বেশি সংখ্যক নাগরিকদের মৃত্যু হয়েছে।
রিপোর্টে দাবি করা হয়েছে যে, বালোচিস্তান লিবারেশন আর্মিই বেশি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। গত বছর তাদের হামলাতেই ১১৯ জন নাগরিকের মৃত্যু হয়েছে।