Advertisement

Masood Azhar: এটাই পাকিস্তান! 'অপারেশন সিঁদুর'-এ ধ্বংস হওয়া জইশের অফিস গড়তে চাঁদা তুলছে জঙ্গি মাসুদ আজহার

হাতে বাটি নিয়ে চাঁদা তুলছে পাক জঙ্গি মাসুদ আজহার। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া 'জইশ-ই-মোহম্মদ'-এর বাহাওয়ালপুরের সদর দফতর পুনর্নির্মাণ করতে টাকা জোগাড় করছে আজহার। 

পাক জঙ্গি মাসুদ আজহারপাক জঙ্গি মাসুদ আজহার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Aug 2025,
  • अपडेटेड 1:54 PM IST

হাতে বাটি নিয়ে চাঁদা তুলছে পাক জঙ্গি মাসুদ আজহার। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া 'জইশ-ই-মোহম্মদ'-এর বাহাওয়ালপুরের সদর দফতর পুনর্নির্মাণ করতে টাকা জোগাড় করছে আজহার।

ভারতের 'অপারেশন সিঁদুর'-র সাফল্য পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলির জন্য এক বিরাট ধাক্কা। পাকিস্তান জইশ-ই-মোহাম্মদের বাহাওয়ালপুর সদর দফতর পুনর্নির্মাণের জন্য বড় ষড়যন্ত্র চালাচ্ছে। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের করা একটি পোস্টে দাবি করা হয়েছে, সকলের একত্রে কাজ করা উচিত। সবাই অর্থ সংগ্রহ করুন, কেউ যেন জানতে না পারে কে কত টাকা দিয়েছে।

মাসুদ এই পোস্টে বলেছে, এই অভিযানে পৃথিবী স্বর্গে পরিণত হবে। ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলি আবার মাথা তুলবে। ফের জাঁকজমকভাবে ফিরে আসবে।

অপারেশন সিঁদুরের সময়, ভারতের সেনাবাহিনী বাহাওয়ালপুরে জইশের সদর দফতর 'সুবহানআল্লাহ মসজিদ' ভেঙে দেয়। এই সময় মাসুদ আজহারের পরিবার সহ প্রচুর জঙ্গি নিহত হয়।

অপারেশন সিঁদুরে, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের আস্তানাগুলি ধ্বংস করে দেয়। ভারতের বিমান হামলায় সন্ত্রাসবাদী প্রশিক্ষণের এই আস্তানাগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যার মধ্যে জইশ-ই-মোহম্মদের ঘাঁটি ছিল একটি।
 

Read more!
Advertisement
Advertisement