Advertisement

India Pakistan News: 'ভারত হামলা করলে...', পরমাণু অস্ত্র নিক্ষেপের চরম হুঁশিয়ারি পাকিস্তানের

ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান। এবার চরম হুঁশিয়ারি দিয়ে ভারত পরমাণু অস্ত্র নিক্ষেপের কথা শোনা গেল পাক রাষ্ট্রদূতের মুখে। কী বললেন মহম্মদ জমালি?

India Pakistan News India Pakistan News
Aajtak Bangla
  • 04 May 2025,
  • अपडेटेड 7:56 AM IST
  • ভারত হামলা করলে ছেড়ে কথা বলবে না পাকিস্তান, দাবি পাক রাষ্ট্রদূতের
  • ভারতের উপর পরমাণু বোমা নিক্ষেপের হুঁশিয়ারি
  • সিন্ধুর জল বন্ধ করলে কড়া পদক্ষেপের হুমকি

পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। সীমান্তে অশান্তির আবহেই এবার ভারতের উপর পরমাণু বোমা নিক্ষেপের হুঁশিয়ারি দিল পাকিস্তান। রাশিয়ার পাক রাষ্ট্রদূত মহম্মদ জমালি হুঁশিয়ারির সুরে বলেন, 'যদি ভারত পাকিস্তানে হামলা করে অথবা সিন্ধুর জল আটকায় তাহলে পরমাণু হাতিয়ারের মাধ্যমে জবাব দেওয়া হবে।'

রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি-কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই রাষ্ট্রদূত দাবি করেছেন, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে, যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত। তাঁর আরও দাবি, কিছু গোপন নথি লিক হয়েছে আর তাতেই জানা গিয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি এলাকাকে টার্গেট করছে ভারত। খুব শীঘ্রই সেখানে হামলা হবে। 

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তান যে কোনও হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত বলেই জানিয়েছেন মহম্মদ জমালি। পরমাণু হাতিয়ারও রয়েছে তাদের তালিকায়। তাঁর কথায়, 'ভারত যদি জল বন্ধ করে তবে সেটিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য ধরা হবে। তারপর তার জবাব দেবে পাকিস্তান।' তবে এরপরই কিছুটা ব্যাকফুটে এসে তিনি বলেন, 'ভারত এবং পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। তাই অশান্তি কমানো প্রয়োজন।'

আন্তর্জাতিক স্তরে কাশ্মীর হামলার তদন্তের দাবিও করেছেন এই পাক রাষ্ট্রদূত। চিন এবং রাশিয়া এক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলেও আশা করছেন মহম্মদ জমালি। 

পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ করেছে ভারত। তিন সেনাবাহিনীকেই যে কোনও পদক্ষেপ করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজনও জঙ্গিকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। একইসঙ্গে জঙ্গিদের মদতদাতাদেরও ছেড়ে কথা বলবে না ভারত, হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

এর মাঝেই পাকিস্তান ৪৫০ কিলোগ্রাম ওজনের পরমাণু বোমা পরীক্ষা করেছে বলে দাবি করেছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম ‘আবদালি’। পাক সেনার ‘সিন্ধু’ নামে মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে। তবে পাক রাষ্ট্রদূতের দেওয়া হুঁশিয়ারিকে 'ফাঁকা কলসির আওয়াজ বেশি' বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের অধিকাংশ। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement