Advertisement

India Pakistan: অভিনন্দনের ছবি, শিরশ্ছেদের ইশারা...লন্ডনে ভারতীয় প্রতিবাদীদের সামনে নির্লজ্জ পাক কূটনীতিক

পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেই সময়ই পাকিস্তানের একজন শীর্ষ সামরিক কর্তার এক অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হল। ওই সামরিক কর্তার এক হাতে ছিল ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি। অন্য হাত দিয়ে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করেন তিনি। যা ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

এই ছবি ঘিরে বিতর্ক।এই ছবি ঘিরে বিতর্ক।
Aajtak Bangla
  • লন্ডন,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 2:42 PM IST
  • লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন ভারতীয় বংশোদ্ভূতরা।
  • পাকিস্তানের একজন শীর্ষ সামরিক কর্তার এক অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হল।
  • ওই সামরিক কর্তার এক হাতে ছিল ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি।

পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেই সময়ই পাকিস্তানের একজন শীর্ষ সামরিক কর্তার এক অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হল। ওই সামরিক কর্তার এক হাতে ছিল ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি। অন্য হাত দিয়ে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করেন তিনি। যা ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 


গলা কাটার অঙ্গভঙ্গি করার জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা পাকিস্তানি অফিসারের তীব্র সমালোচনা করছেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানো হয়েছিল। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান জইশ-এ-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে বোমাবর্ষণ করেছিল এবং এটি ধ্বংস করেছিল। 

ভারতীয় বায়ুসেনার সাহসী পাইলট অভিনন্দন বর্তমান  মিগ-২১ যুদ্ধ বিমানে করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ করেন। সেই সময় এলওসি পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে চলে যাযন অভিনন্দন। ধরা পড়েন পাক সেনাবাহিনীর হাতে। পরে টানাপড়েনের পর ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁকে ভারতে ফেরানো হয়। 

সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত প্রত্যাঘাত করতে পারে পাকিস্তানে। এই আবহে জঙ্গি হামলার প্রতিবাদ চলছে সর্বত্র। তার মধ্যেই লন্ডনে পাক হাইকমিশনের বাইরে ভারতীয় বংশোদ্ভূতদের বিক্ষোভের সময় পাক সেনা কর্তার গলা কাটার অঙ্গভঙ্গি সমালোচিত হচ্ছে। ওই সেনা কর্তার নাম তৈমুর রাহত বলে জানা গিয়েছে। 

গলা কাটার অঙ্গভঙ্গি করা অফিসারের নিন্দা করে দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'পাকিস্তান আর কী করতে পারে? তার মাথার উপর একটা বিপর্যয় নেমে আসে। তারপরও এর কর্মকর্তারা নিরপরাধ মানুষের মাথা কেটে ফেলার হুমকি দিচ্ছে। দূতাবাসের বাইরে যারা হুমকি দিচ্ছিল তাদের একে একে চিহ্নিত করা হবে।'
 

Read more!
Advertisement
Advertisement