ফের হামলার কবলে পাকিস্তানি সেনা। এ বার তাদের উপর আক্রমণ চালাল বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট। সোমবার দুপুর ১টা নাগাদ প্যারামিলিটারির গাড়িতে এই হামলা হয়েছে। বালোচিস্তানের মন্ড এলাকার মাহির এবং রুদিগের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে খবর। এই আক্রমণের মুখে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় ৫ সেনা। গুরুতরভাবে জখম ২।
বারবার এই ধরনের ঝামেলায় পড়ছে পাকিস্তান
আফগানিস্তানের সঙ্গে একবারেই সম্পর্ক ভালো নেই পাকিস্তানের। যার ফলে দুই দেশের মধ্যে চলছে জোর ঠোকাঠুকি। এমনকী বারবার হামলার শিকার হচ্ছে পাক সেনা।
এই কিছুদিন আগেই আফগান সীমান্তে পাক সেনার উপর হামলা হয়। তাতে প্রাণ হারায় অনেক জাওয়ান। জখমের সংখ্যাও প্রচুর।
এছাড়াও একাধিকবার ওই অঞ্চলেই আক্রমণের মুখে পড়ে পাক সেনা। কখনও গ্রেনেড হামলা তো কখনও গাড়ির উপর গুলিবর্ষণ। ওই অঞ্চলে নানাভাবে বিপদে পড়েছে পাক সেনা। কিন্তু এই সমস্যা সমাধানে কিছুই করে উঠতে পারেনি পাক আর্মি চিফ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বরং তারা বারবার এই ঘটনার জন্য আফগানিস্তান ও ভারতের উপর দায় ঠেলে এসেছে।
যদিও ভারত জোর গলায় এই সমস্যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দিয়েছে।
PoK নিয়েও সমস্যায় পাকিস্তান
ঘরের ভিতরে PoK বা পাক অধিকৃত কাশ্মীর নিয়েও সমস্যায় পড়েছে পাক সেনা। সেখানকার আন্দোলন দমন করতে গিয়ে একাধিক বার তারা হামলার শিকার হয়েছে। সেখানে প্রাণ গেছে অনেক সেনার।
যদিও এত কিছুর পরও শিক্ষা হয়নি তাদের। বরং তারা নিয়মিত সেখানে বসবাসরত সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। আর তার ফল হিসাবেই সেনার উপর অক্রমণ হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন দেখার ঘরের এই পরিস্থিতি ঠিক কীভাবে সামলে দেন শেহবাজ, মুনির। নাকি আবারও সেই পুরনো চাল দিয়ে ভারতের উপর দোষ চাপাতে চান। যদিও মনে হয় না তাদের এই দাবি ঢোপে টিকবে।