Advertisement

Pakistan Blast Today: পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, একেবারে পাক সীমান্তরক্ষীদের হেড কোয়ার্টার্সে

সোমবার সকালে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। টার্গেট পাকিস্তানের আধাসেনা বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদর দফতর। পরপর দু’টি বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে গোটা এলাকা। ইতিমধ্যেই এই এলাকাটা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

 পরপর দু’টি বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে গোটা এলাকা। পরপর দু’টি বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে গোটা এলাকা।
Aajtak Bangla
  • পেশোয়ার,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 11:02 AM IST

সোমবার সকালে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। টার্গেট পাকিস্তানের আধাসেনা বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদর দফতর। পরপর দু’টি বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে গোটা এলাকা। ইতিমধ্যেই এই এলাকাটা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, এই হামলায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন নিরাপত্তা বাহিনীর কর্মী এবং দুই জন জঙ্গিও রয়েছে বলে প্রাথমিক অনুমান। হামলাকারীদের এক জন আত্মঘাতী জঙ্গি বলেই জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়া পুলিশের আধিকারিকরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন

খাইবার পাখতুনখাওয়া পুলিশের আইজি জানালেন, প্রথম বিস্ফোরণটি এফসি সদর দফতরের মেন গেটের ঠিক সামনেই ঘটে। কিছু ক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ। সেটা আবার দফতরের ভিতরে থাকা সাইকেল স্ট্যান্ডের সামনে হয়। এটি যে রীতিমতো পরিকল্পিত আত্মঘাতী হামলা, সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত পুলিশ।

ঘটনার পরেই গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি হয়। দ্রুত পৌঁছে যায় পাকিস্তানের বম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাধারণত সীমান্ত এলাকায় এই ফ্রন্টিয়ার কর্পস দায়িত্বে থাকে। সেই কারণে এফসি’র সদর দফতরে হামলার পিছনে বড়সড় বার্তা রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমে জঙ্গি হামলার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তালিবানের সঙ্গে তিক্ততা বাড়ার পর থেকে বেশ উদ্বেগের মধ্যেই রয়েছেন সেদেশের নিরাপত্তা কর্মীরা।  

Read more!
Advertisement
Advertisement