মুখে বড় বড় বুকুনি। তবে আদতে ধুকছে পাকিস্তানের অর্থনীতি। সেই দেশ থেকে ব্যবসা গোটাচ্ছে একাধিক নামী বহুজাতিক সংস্থা। যার জেরে বেড়েছে ছাঁটাই। মানুষের মধ্যে কাজ নিয়ে হাহাকার তৈরি হয়েছে।
বড় বড় কোম্পানি ছাড়ছে পাকিস্তান
Shell PLC, Pfizer Inc, TotalEnergies SE এবং Telenor ASA-এর মতো সংস্থা আগেই পাকিস্তান ছেড়ে পালিয়েছিল। আর এখন সেই তালিকায় যুক্ত হল P&G বা Procter and Global-এর মতো সংস্থা।
এই প্রতিটি বহুজাতিক সংস্থাই পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত। যার ফলে তারা সেই দেশ ছেড়ে পালাচ্ছে। এর ফলে শেহবাজ ও মুনিরের দেশের অনেক মানুষ এই মুহূর্তে চাকরি হারিয়েছেন। এমনকী আগামিদিনেও হারাবেন বলে মনে করা হচ্ছে।
অর্থনীতি পড়েছে গাড্ডায়
এই বহুজাতিক সংস্থাগুলি দেশ ছেড়ে চলে যাওয়ার ফলে বিরাট ফাঁপড়ে পড়েছে পাকিস্তান। অর্থনীতি একবারে গাড্ডায় পড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, আগামিদিনে দেশের GDP-ও কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ ছুড়ে দিচ্ছেন কটাক্ষ
আন্তর্জাতিক বিশেষজ্ঞ সুশান্ত সারিন পাকিস্তানের এই অবস্থা নিয়ে বড় কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি এক্স পোস্টে বলেন,' বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বসে খুব খুশি পাকিস্তান। তবে আদতে তাদের অর্থনীতি ডুবে যাচ্ছে। এর পর শুধু ওয়াচম্যান এবং সিকিউরিটি গার্ডের চাকরিই থাকবে।'
মাথায় রাখতে হবে যে P&G-এর মতো সংস্থা ১৯৯১ সালে পাকিস্তানে প্রবেশ করে। সেখানে প্যাম্পার, এরিয়াল, সেফগার্ডের মতো পণ্য তৈরি করে। তাদের ব্যবসা মোটের উপর ভালোই চলছিল। যার ফলে তারা স্থানীয় কিছু সংস্থাকেও অধিগ্রহণ করে ১৯৯৪ এবং ২০১০ সালে।
আর সেই সংস্থাই এখন পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। যার প্রভাব যে অর্থনীতিতে পড়বে, সে কথা তো বলাই বাহুল্য!
সরকার বুঝবে এখন
এত বড় বড় সংস্থা দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ক্ষোভ দেখা দিচ্ছে সেখানকার মানুষের মধ্যে। এমনকী ক্ষোভ রয়েছে সেই দেশের ব্যবসায়ীদের মধ্যে। এই প্রসঙ্গে জিলেট পাকিস্তানের সিইও সাদ আমানুল্লাহ খান বলেন, 'বড় বড় কোম্পানির এই ধরনের কাজ সরকারকে বোঝাবে যে কিছু একটা সত্যিই ঠিক নেই।' তাঁর মতে, দেশের বিদ্যুতের দাম, সরকারের চাপ এবং শিল্প সহায়ক পরিকাঠামো না থাকাতেই এ ভাবে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে নামী সব সংস্থা।
৭ হাজার মানুষ হারিয়েছেন কাজ
যতদূর খবর, পাকিস্তান থেকে সমস্ত ধরনের কার্যকলাপ গুটিয়ে নিচ্ছে পি অ্যান্ড জি। যার ফলে সেই দেশের প্রায় ৭ হাজার মানুষের কাজ যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আর এটা পাকিস্তানের মতো দেশের ফলে বড় ধাক্কা। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।