Advertisement

Philadelphia Plane Crash: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, ওড়ার পরই বিস্ফোরণ

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও ভেঙে পড়ল বিমান। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে শুক্রবার, ৩১ জানুয়ারি সন্ধেয়  আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে। রোগী, শিশু এবং আরও পাঁচজনকে নিয়ে ওড়া মেডিক্যাল পরিবহন এয়ার ক্রাফ্টটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর বিমানটি আকাশ থেকে আগুনের গোলার মতো রাস্তায় লুটিয়ে পড়ে। 

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনাপেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনা
Aajtak Bangla
  • পেনসিলভেনিয়া,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 11:22 AM IST

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও ভেঙে পড়ল বিমান। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে শুক্রবার, ৩১ জানুয়ারি সন্ধেয়  আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে। রোগী, শিশু এবং আরও পাঁচজনকে নিয়ে ওড়া মেডিক্যাল পরিবহন এয়ার ক্রাফ্টটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর বিমানটি আকাশ থেকে আগুনের গোলার মতো রাস্তায় লুটিয়ে পড়ে। 

মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকার বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকায় দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া Learjet 55 বিমানটি শুক্রবার  সন্ধে ৬:০৬ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে ওড়ে, যা মাত্র ৩০ সেকেন্ড ওড়ার পরই রনহার্স্টের ঘনবসতিপূর্ণ এলাকার ওপরে ভেঙে পড়ে। 

দুর্ঘটনা প্রসঙ্গে বক্তৃতায় মেয়র শেরিল পার্কার বলেন, মৃত্যুর সংখ্যা সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বিমান দুর্ঘটনায় এলাকার কিছু বাড়িঘর ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা তদন্তের বিষয়।

এদিকে, মেক্সিকান সরকার জানিয়েছে, বিমানে থাকা সবাই মেক্সিকান নাগরিক। শুক্রবারের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে ৫ কিলোমিটারের দূরত্বে দুর্ঘটনা ঘটে। যা মূলত ব্যবসায়িক জেট এবং চার্টার প্লেন পরিচালনা করে। ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিস দুর্ঘটনাটিকে একটি "বড় ঘটনা" হিসাবে বর্ণনা করেছে এবং এলাকায় রাস্তা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে।

দু'দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান জাতীয় বিমানবন্দরের কাছে একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে  মাঝ আকাশে হেলিকপ্টারের  সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের পর বিমান ও হেলিকপ্টার দুটোই ভেঙে নদীতে পড়ে যায়। বিমানটি বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। সামনে থেকে আসা আমেরিকান আর্মির ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর দুটোই  পটোম্যাক নদীতে পড়ে যায়। যে হেলিকপ্টারের সঙ্গে  বিমানটির সংঘর্ষ হয়েছিল সেটি ছিল সিরোস্কি এইচ-৬০ হেলিকপ্টার।

Read more!
Advertisement
Advertisement