Advertisement

PM Modi On Myanmar Bangkok Earthquake: মায়ানমার ও থাইল্যান্ডকে সব রকম সাহায্যে প্রস্তুত ভারত, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi On Myanmar Bangkok Earthqake: শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এদিকে, বাংলাদেশেও ৭.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কলকাতা পর্যন্ত পৌঁছায় মৃদু কম্পন।

ভূমিকম্প উপদ্রুত মায়ানমার ও থাইল্যান্ডকে সব রকম সাহায্যে প্রস্তুত ভারত, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীরভূমিকম্প উপদ্রুত মায়ানমার ও থাইল্যান্ডকে সব রকম সাহায্যে প্রস্তুত ভারত, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
Aajtak Bangla
  • ব্যাংকক,
  • 28 Mar 2025,
  • अपडेटेड 3:44 PM IST

PM Modi On Myanmar Bangkok Earthquake: শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এদিকে, বাংলাদেশেও ৭.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কলকাতা পর্যন্ত পৌঁছায় মৃদু কম্পন।

আজ সকালে মায়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ-পূর্ব এশীয় দেশ এবং থাইল্যান্ডের সাথে যোগাযোগ করেছেন, "সকলের নিরাপত্তা ও কল্যাণের জন্য" সহায়তার আশ্বাস দিয়েছেন এবং প্রার্থনা করেছেন।

X-তে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে বলেন, "মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছি। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলেছি,"

আরও পড়ুন

স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে রেকর্ড করা এই ভূমিকম্পটির আফটার শক ভারত, চিন, থাইল্যান্ড এবং বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্মিজ শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।

বেশ কয়েকটি ভিডিওতে ভবনগুলি তীব্রভাবে কাঁপতে থাকায় লোকজন আতঙ্কিত হয়ে ভবন এবং শপিং মল থেকে বেরিয়ে আসার ভয়াবহ দৃশ্য ধারণ করা হয়েছে।

৯০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কম্পন অনুভূত হওয়ার পর, থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য একটি বৈঠকের পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করে এক্সে (Twitter) লেখেন, 'মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্প পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। সবার নিরাপত্তা এবং মঙ্গল কামনা করি। ভারত সমস্ত রকম সাহায্যের জন্য প্রস্তুত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছি। পাশাপাশি, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement