আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বন্ধুত্ব' সর্বজনবিদিত। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসেবে সদ্য আমেরিকার দায়িত্বভার গ্রহণ করেছেন ট্রাম্প। তারপরে এই প্রথমবার সেই বন্ধু ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ হতে চলেছে। ২ দিনের সফরে ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন মোদী। আজ ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক করার কথা। এই সংক্রান্ত সব আপডেট রইল এখানে...
হোয়াইট হাউসে নৈশভোজ
হোয়াইট হাউসে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী।
মোদী-তুলসী সাক্ষাৎ
আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী।
ট্রাম্প-মোদী বৈঠকে কী নিয়ে আলোচনা?
জানা যাচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তির মতো নানা বিষয়ে মোদী-ট্রাম্পের আলোচনা হতে পারে। সম্প্রতি আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে কোনও কথা হয় কি না, সেদিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহলের একাংশ। যে ঘটনায় ভারতীয় রাজনীতি সরগরম হয়েছে।
কী লিখলেন মোদী?
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মোদী। সেখানে প্রধানমন্ত্রী লিখেছেন যে, 'কিছুক্ষণ আগে ওয়াশিংটনে পৌঁছলাম। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি...।'
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীই চতুর্থ রাষ্ট্রনেতা, যাঁর সঙ্গে দেখা করবেন ট্রাম্প। এর আগে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী, জর্ডনের রাজার সঙ্গে দেখা করেছেন ট্রাম্প।
কোথায় থাকবেন মোদী?
আমেরিকায় ব্লেয়ার হাউসে থাকবেন মোদী। এটি ঐতিহাসিক গেস্ট হাউস। হোয়াইট হাউসে আসা বিদেশি অতিথিদের এখানে রাখা হয়। শুধু তাই নয়, বিশ্বের সেরা হোটেলগুলির মধ্যে অন্যতম এটি। ওয়াশিংটনে মোদীকে স্বাগত জানানো হয়। শেষমেশ, বৈঠকে ট্রাম্পের সঙ্গে মোদীর কী কী কথা হয়, সেদিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।