আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden) রুপোর তৈরি ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিন দিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোয়াড সামিটে অংশগ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এর মধ্যেই এই অভিনব গিফট নিয়ে শুরু হয়েছে চর্চা।
মহারাষ্ট্রের কারিগরদের তৈরি নিপুণ কারুকাজ দেখে সকলেই মুগ্ধ। মহারাষ্ট্রের রুপো কারুকাজ বিখ্যাত। এই ট্রেনের ৯২.৫ শতাংশ রুপো দিয়ে তৈরি। মডেলটি ভারতীয় ধাতু শিল্পের দারুণ নিদর্শন। এই লোকোমোটিভ যুগের প্রতি শ্রদ্ধা, শৈল্পিক উজ্জ্বলতা ঐতিহাসিক তাত্পর্যের সঙ্গে মিশে গেছে। ভারতের ক্ষেত্রে রেল একটি বিরাট অবদান রয়েছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মজবুত সংযোগের সূচনা করে, মডেলটিকে প্রধান গাড়ির পাশে 'দিল্লি - ডেলাওয়ার' এবং ইঞ্জিনের পাশে 'ইন্ডিয়ান রেলওয়ে' লেখা রয়েছে। ইংরেজি এবং হিন্দিতে লেখার মাধ্যমে কাস্টমাইজ করা হয়েছে। ভারতে যাত্রীবাহী ট্রেনে। এই মাস্টারপিসটি শুধুমাত্র কারিগরের ব্যতিক্রমী দক্ষতাকে হাইলাইট করে না বরং ভারতীয় রেলের দীর্ঘ ইতিহাস এবং এর বৈশ্বিক প্রভাবের একটি উজ্জ্বল সাক্ষ্য হিসাবে কাজ করে।
যেহেতু ভারত ও আমেরিকা প্রতিরক্ষা কৌশল নিয়ে ক্রমাগত তাদের সহযোগিতা বাড়াচ্ছে, এই সহযোগিতা থেকে আশা করা যায় যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল আরও মুক্ত থাকবে। উদ্ভাবন, প্রযুক্তি এবং পারস্পরিক প্রতিরক্ষার উপর ফোকাস দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করবে।
তিন দিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোয়াড (QUAD) সামিটে অংশগ্রহণ করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠকে উভয় নেতা বৈশ্বিক ও কৌশলগত জোটকে আরও শক্তিশালী করার বিষয়ে কথা বলেন। এই বৈঠকে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার উপর আলোচনা হয়। আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।