Russia-Ukrain War: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। শুধু চলছে বললে ভুল, দিনের পর দিন তা বাড়ছে। ইউক্রেনে সম্প্রতি হামলা বাড়িয়েছে রাশিয়া। এহেন আবহে পুতিনের কিছু হুমকি পরমাণু অস্ত্রের (Nuclear Weapon) ব্যবহারের আশঙ্কাই বাড়াচ্ছে। তবে এই আশঙ্কায় ইতি টানলেন পুতিন (Vladimir Putin) নিজেই। জানালেন ইউক্রেনে পরমাণু হামলা করা হবে না। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট। বললেন, সবচেয়ে বড় দেশভক্ত নরেন্দ্র মোদী।
পরমাণু হামলা করা হবে না
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, ইউক্রেনে পরমাণু হামলা করা হবে না। তিনি কোনও বৈঠকেই পরমাণু হামলার বিষয়ে কিছু বলেননি। ইউক্রেনে পরমাণু হামলার প্রয়োজন নেই। তবে সেনা অভিযান ও রাজনৈতিক আক্রমণ চলবে বলেও জানান তিনি।
পুতিনের বয়ান বদলে উঠছে ৩ প্রশ্ন
ইউক্রেনে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, বারবার উদ্বেগ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু এখন পুতিনের বক্তব্যে পরমাণু আশঙ্কা থাকছে না। কিন্তু প্রশ্ন উঠছে, ইউক্রেনের আক্রমণাত্মক জবাবে কি খানিকটা পিছিয়ে যেতে বাধ্য হলেন পুতিন? পশ্চিমি দেশগুলির একের পর এক নিষেধাজ্ঞায় কোণঠাসা পুতিন? রাশিয়াতেই কি পুতিনের বিরোধিতা তীব্র হচ্ছে?
আরও পড়ুন: Russia-Ukraine: ইউক্রেনের চার এলাকা রাশিয়ার অংশ করে নিলেন পুতিন
মোদীর প্রশংসায় পুতিন
পুতিনকে যখন নানা নিষেধাজ্ঞায় ঘিরে ফেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমি দেশগুলি, তখন ভারত ও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাই শোনা গেল পুতিনের গলায়। বললেন, প্রধানমন্ত্রী মোদী বড় দেশভক্ত। ভারতের স্বতন্ত্র বিদেশনীতির জন্যই ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাল রয়েছে। এদিনের ভাষণে দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পুতিন বলেন, 'আমাদের মধ্যে বিশেষ এক বন্ধন রয়েছে। কখনওই কোনও ইস্যু নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়নি। বরাবরই একে অপরকে সমর্থন করেছি আমরা। এখনও সেটাই করছি। আমার আশা ভবিষ্যতেও এমনটাই হবে।'