Advertisement

Myanmar Bangkok Earthqake: ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? এই VIDEO-টি রীতিমতো ভয় ধরানো

শুক্রবার ৭.৭ এবং ৬.৪ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। কম্পনের তীব্রতা এতটাই বেশি যে থাইল্যান্ডও রীতিমতো কেঁপে ওঠে। রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মান বিল্ডিং তাসের ঘরের মতো ধসে পড়ে। ভূমিকম্পের ফলে মায়ানমারে একটি সেতু ধসে পড়েছে।

Aajtak Bangla
  • ব্যাংকক,
  • 28 Mar 2025,
  • अपडेटेड 1:56 PM IST

শুক্রবার ৭.৭ এবং ৬.৪ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। কম্পনের তীব্রতা এতটাই বেশি যে থাইল্যান্ডও রীতিমতো কেঁপে ওঠে। রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মান বিল্ডিং তাসের ঘরের মতো ধসে পড়ে। ভূমিকম্পের ফলে মায়ানমারে একটি সেতু ধসে পড়েছে।

হঠাৎ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের মোবাইল ক্যামেরায় ধ্বংসলীলার ভিডিও ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দেখুন:

উপরের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নির্মীয়মান বিল্ডিং ভূমিকম্পের ফলে কীভাবে ধসে পড়ছে।

ভূমিকম্পের আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাংককের এক বিলাসবহুল বহুতলের সুইমিং পুল থেকে জল ছলকে পড়ছে।

সেন্ট্রাল ব্যাংকক বেশ ঘনবসতিপূর্ণ। এখানে বড় বড় সংস্থার বিল্ডিং, হোটেল, বহুতল, আবাসন রয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। হঠাৎ ভূমিকম্পের আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সকলে। বহুতল, হোটেল থেকে সকলে ছুটে বাইরে রাস্তায় বেরিয়ে আসেন।

ভূমিকম্পে কাঠামো দূর্বল হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে বহুতল বিল্ডিংয়ে আর প্রবেশ করতে চাননি। নিরাপত্তার খাতিরে সেগুলি খালি করে দেওয়া হয়। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা বিল্ডিংয়ের স্বাস্থ্য পরীক্ষার পরেই তাতে ফের প্রবেশ করা যাবে। 

বিশেষজ্ঞরা বলছেন, মায়ানমার ও থাইল্যান্ডের মাঝে টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং সরে আসার ফলেই এই ভূমিকম্প। এই অঞ্চলে ইন্ডো-অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ধাক্কাধাক্কি হয়। সেই কারণে প্রায়শই এখানে মৃদু ভূমিকম্প হয়। তবে এবারের ভূমিকম্প অনেকটাই বেশি ছিল। 

Read more!
Advertisement
Advertisement