
২৭ ডিসেম্বর রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। আর এই আক্রমণ এমন সময় হয়েছে, যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনেস্কির মধ্যে বৈঠক হতে চলেছে। এই বৈঠকে শান্তি বার্তা নিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা হতে পারে বলেই খবর।
আসলে গতকাল রাত থেকেই ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। ড্রোন এবং মিসাইল দিয়ে চলছে অ্যাটাক। যার ফলে রাজধানী এবং তার আশপাশের এলাকায় জোরদার বিস্ফোরণের শব্দ আসছে। আর এই হামলাটা ট্রাম্প এবং জেলেনেস্কির বৈঠকের ঠিক আগেই হয়েছে। যার ফলে এই আক্রমণকে বিশেষ বার্তাবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিভ ইন্ডিপেন্ডেটের রিপোর্টের মতে, রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে কিভের দিকে। কিঞ্জল হাইপারসোনিক মিসাইল ছোড়া হয়েছে। শুধু তাই নয়, ইসকান্দার ব্যালিস্টিক মিসাইল এবং কিছু ক্যালিবার ক্রুজ মিসাইল দিয়েও করা হয়েছে আক্রমণ।
শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে রাশিয়ার রাজধানী কিভ। এছাড়া কিভের আশপাশের এলাকাতেও জোরদার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনকী কিভের উত্তরপূর্বের শহর ব্রোভারিতেও ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। সেই কারণে বিদ্যুতের কানেকশন বন্ধ রাখা হয়েছে। এলাকা ডুবে গিয়েছে কালো অন্ধকারে।
কিভের মেয়র ভিটালি এই আক্রমণের কথা নিজের টুইটারে জানিয়েছেন। তিনি একটি পোস্ট করে জানান, 'রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম করছে কাজ। সবাই শেল্টারে রয়েছেন।'
আজ ট্রাম্প ও জেলেনেস্কির মিটিং
মিটিং করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনেস্কি। আর এই বৈঠকটি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্যই করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মাথায় রাখতে হবে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বহুদিন ধরেই রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধ থামানোর চেষ্টায় লেগে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও এই বিষয়ে বৈঠক করেছেন। এমনকী জেলেনেস্কির সঙ্গেও মাঝে মধ্যে করছেন বৈঠক। যদিও এখনও এই যুদ্ধের মিমাংসা করতে ব্যর্থ হয়েছেন তিনি। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তো চলছেন। এখন দেখার, রাশিয়ার এই আক্রমণের পর পরিস্থিতি ঠিক কোন দিকে।