ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের উপর হামলার খবর সামনে এসেছে। এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
সেই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধি লিখেছেন, আমরা আমাদের নাগরিকদের এভাবে ছেড়ে দিতে পারি না। এই পরিস্থিতির মধ্যে যে ছাত্র-ছাত্রীদের পড়তে হয়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা। কোনও অভিভাবকেরই এই যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।
আরও পড়ুন : ফ্যাক্ট চেক: রাশিয়ার গ্যাস বিস্ফোরণের ভিডিও ছড়ানো হল ইউক্রেনে হামলার দৃশ্য বলে
রাহুল আরও বলেছেন, ভারত সরকারের উচিত অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ইউক্রেন থেকে নিয়ে আসার পরিকল্পনা করা। সরকারেরও উচিত এই পরিকল্পনা ওই ছাত্রছাত্রীদের জানানো, সেই সঙ্গে তাঁদের অভিভাবকদেরও জানানো।
রাহুল গান্ধি লিখেছেন, 'যেসব ভারতীয় ছাত্রছাত্রীরা এই ধরনের হামলা বা আক্রমণের মুখোমুখি হচ্ছেন এবং তাদের পরিবারগুলি এই ভিডিওগুলি দেখছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। কোনও অভিভাবকেরই এইরকম পরিস্থিতির মধ্যে যাওয়া উচিত নয়। ভারত সরকারের উচিত অবিলম্বে শিক্ষার্থীদের সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।'
আরও পড়ুন : "রাশিয়ার ঘুম ছুটিয়ে দেব" কালাশনিকভ হাতে শপথ কিয়েভের ডাক্তার, উকিল, আইটি বিশেষজ্ঞদের
প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা সেখান থেকে ফিরতে চান। কিন্তু তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক শিক্ষার্থী সীমান্তে আটকে পড়েছেন। সরকার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু রাশিয়ার আক্রমণের কারণে তা সবক্ষেত্রে সম্ভব হচ্ছে না।