Russia Ukraine War Live Updates : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ ষষ্ঠ দিন পড়ল। রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী কিভে বোমা বর্ষণ করছে। খারকিভেও চলছে তুমুল সঙ্ঘর্ষ। রাষ্ট্রসঙ্ঘ এ ব্যাপারে ফের বৈঠক ডেকেছে।
'ইউক্রেন সীমান্তে প্রচুর ভিড়ের কারণে সেখান থেকে অন্য দেশে প্রবেশে সমস্যা হচ্ছে। সুযোগ বুঝে সীমান্ত ক্রশ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেন থেকে অন্য দেশে যাওয়ার একাধিক অপশন রয়েছে ভারতীয় শীক্ষার্থীদের। সাত হাজারেরও বেশি নাগরিক এভাবে ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন। ২৬ টি বিমান পাঠানো হবে। আমাদের চেষ্টা যত দ্রুত সম্ভব সেখান থেকে নাগরিকদের দেশে ফেরানো। সেজন্য সবরকম চেষ্টা আমরা করছি।' সাংবাদিক বৈঠকে জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে।
ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। তারপরেই গোটা শহর জুড়ে জারি করা হয়েছে কারফিউ।
ইউক্রেনের খারকিভে মিসাইল হামলা রাশিয়ার। ধ্বংস হাসপাতাল। বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চরম আকার নিয়েছে। ক্ষতি হচ্ছে ইউক্রেনের। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবি জানালেন।
ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যুর পর ফের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে গত ২ দিনে মোট ৪ বার বৈঠক করলেন তিনি।
ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। কর্নাটকের ওই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসনের পর অনেক দেশের পক্ষ থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ঘোষণা করা হয়েছে। দেশগুলো মিসাইল, অ্যান্টি-ট্যাঙ্ক রকেট, অ্যাসল্ট রাইফেল এবং মেশিনগান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
আরও বিপদে ইউক্রেন। বেলারুশরে সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে যোগ দিল। বেলারুশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল চেরনিহিভে প্রবেশ করেছে। এই বেলারুশ রাশিয়ার মিত্র দেশ বলে পরিচিত।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, রাশিয়ার আক্রমণের জেরে ইউক্রেন ছেড়ে আশপাশের দেশগুলিতে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।
ইউক্রেনে বোমাবর্ষণে ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ দেশের একাধিক নেতা-মন্ত্রীর। অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুরের মতো নেতারা শোকপ্রকাশ করেছেন।
লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া আক্রমণ চালাতে থাকবে ইউক্রনে। সাফ জানাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক। তাদের তরফে জানানো হয়েছে, গত সাতদিন ধরে ইউক্রেনে লাগাতার হামলা চলছে।
ইউক্রেনে প্রথম ভারতীয়ের মৃত্যুর খবর এল। কেন্দ্রীয় বিদেশমন্ত্রক ট্যুইট করে জানাল, খারকিভে রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্রের।
খারকিভের সেন্ট্রাল স্কোয়ারে আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবন রুশ সেনাবাহিনী উড়িয়ে দিল। এখন সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় এক শিশুসহ ছয় জন আহত হয়েছেন।
রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভে সরকারি দফতরের সদর দফতর চোখের নিমেষে ধ্বংস। দেখুন হাড়হিম ভিডিও।
কিয়েভসহ ৩ শহরে হামলা রুশ সেনার। আবাসিক এলাকাতেও বোমাবর্ষণ করা হয় বলে খবর। রুশ হামলার কারণে ইউক্রেন থেকে মানুষ পালাচ্ছে। পোল্যান্ড সরকারের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ মানুষ পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত অতিক্রম করেছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যে ইউক্রেনে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য মিরর-এর প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা এই দাবি করেছেন। তিনি বলেন, রাশিয়া এই ধ্বংসাত্মক বোমা ব্যবহার করেছে।
ইউক্রেনে ভারতীয় দূতাবাস সব ভারতীয় পডু়য়া ও নাগরিকদের নির্দেশ দিল, আজই যত দ্রুত সম্ভব কিয়েভ ছাড়তে হবে। যে কোনও উপায়ে। পরিস্থিতি খুবই খারাপ।
ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরাবে এয়ারফোর্স, নির্দেশ PM মোদীর। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এই মিশন সফল করতে ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদি ভারতীয় বিমান বাহিনীকেও এই অভিযানে যোগ দিতে বলেছেন। এয়ারফোর্স প্লেন যুক্ত হওয়ার ফলে ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের দাবি, হাসপাতালকেও আক্রমণের হাত থেকে রেহাই দিচ্ছে না রাশিয়ার জওয়ানরা। কিভে একটি হাসপাতালের কাছে একের পর এক আক্রমণ করে চলেছে। এতে আতঙ্কে রয়েছে রোগীরা। ফেসবুক বার্তায় জানিয়েছেন ওই হাসপাতালের CEO।
অনেক ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভারতীয় ছাত্র আসয়ুন হুসেন। ইউক্রেনের খারকিভের একটি বাঙ্কারের মধ্যে আটকে পড়েছিলেন তিনি। আসয়ুন হুসেন কেরলার বাসিন্দা। সংবাদ সংস্থার সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। স্থানীয় মানুষকে অগ্রাধিকার দেওয়ায হচ্ছে । ফলে ভারতীয়দের অনেক কষ্টে খাবার ও ওষুধও মিলছে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মধ্যে আজ ইউক্রেন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতিকে ইউক্রেন ইস্যু সম্পর্কে সর্বশেষ তথ্যও দেওয়া হয়েছে।
খেরসন শহরের মেয়র জানিয়েছেন, তাদের শহর ঘিরে ফেলেছে রাশিয়ার সেনা। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। তাঁর কথায়, 'অবস্থা কেমন তা বলে বোঝানো মুশকিল। সাধারণ মানুষ ভয়-আতঙ্কের মধ্যে আছে।'
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ রয়েছে। এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি আরও উদ্বেগজনক যেখানে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছেন। এদিকে, এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) জানিয়েছে যে তারা ইউক্রেনে ঘটে যাওয়া 'যুদ্ধাপরাধ' তদন্ত করতে যাচ্ছে।
রুশ সামরিক হামলায় ইউক্রেনের ৭০ জনের বেশি সেনা নিহত হয়েছে। ওখতিরকাতে অবস্থিত সামরিক ঘাঁটিটি কামানে উড়িয়ে দেওয়া হয়।ওখতিরকা শহরটি খারকিভ এবং কিয়েভের মধ্যে অবস্থিত।
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করে জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক আদালতে আবেদন করেছেন। রুশ সেনাবাহিনীর সামরিক তৎপরতা বন্ধের অনুরোধ জানানো হয়েছে। যার নির্যাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার গড়াল আন্তর্জাতিক আদালত পর্যন্ত।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে বিশ্বকে উদ্বিগ্ন করে তোলেন। রাশিয়া কোথাও পারমাণবিক হামলা করতে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার মানুষের পারমাণবিক যুদ্ধকে ভয় পাওয়ার দরকার নেই।
ভারতের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও বিবাদের সমাধান শান্তিপূর্ণ হোক এটাই তারা সব সময় চেয়েছে। ভারত সরকার মনে করছে, কূটনৈতিক রাস্তা ছাড়া আরও কোনও বিকল্প নেই।
ইউক্রেনে আটকে থাকা ভারতের যা যা করার, তা করছে। ইউক্রেনের সব পড়শি দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
রাশিয়ার ওপর আরও এক নিষেধাজ্ঞা জারি হল। এবার ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন কাউন্সিল রাশিয়া এবং বেলারুশ দল এবং টিমকে সাসপেন্ড করল।
ইউক্রেনকে অ্যান্টি-ট্যাঙ্ক হাতিয়ার সাপ্লাই করবে কানাডা। এর পাশাপাশি রাশিয়ার তেল নিয়েও সিদ্ধান্ত।