রাশিয়ার সুদূর প্রাচ্যে একটি যাত্রীবাহী বিমান হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে প্রায় ৫০ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু। বিমানের সঙ্গে হঠাৎ করেই ট্র্যাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এই An-24 বিমানটি আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। ঠিক চীন সীমান্তবর্তী এলাকায় পৌঁছানোর কিছু আগেই সেটি নিখোঁজ হয়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় জরুরি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উড্ডয়নের মাঝপথে হঠাৎ করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে একটি বার্তায় জানান, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে বিমানে মোট ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। এর মধ্যে পাঁচজন শিশু। তিনি লিখেছেন, “বিমানটির সন্ধানে সমস্ত বাহিনী ও জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।”
যদিও জরুরি মন্ত্রণালয় কিছুটা কম সংখ্যা উল্লেখ করেছে। তাদের দাবি, বিমানে প্রায় ৪০ জন যাত্রী থাকতে পারেন। এই সংখ্যা নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে, কারণ যাত্রীর তালিকা যাচাই করা হচ্ছে।
তীব্র আবহাওয়া, ঘন বনাঞ্চল এবং দুর্গম পার্বত্য পথের কারণে অনুসন্ধান অভিযান চালাতে সমস্যায় পড়ছে উদ্ধারকারীরা। তবে তারা হাল ছাড়েননি। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিখোঁজ বিমানের যেকোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন দেখলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ যাত্রীদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে, প্রতিটি আপডেট দ্রুত জানানো হবে এবং উদ্ধারকাজ অব্যাহত থাকবে।