Advertisement

Modi Jinping Meeting LIVE: 'ভরসা আর সম্মান থাকলেই আমাদের সম্পর্ক এগোবে,' জিনপিংকে বললেন মোদী

PM Modi Xi Jinping Meeting: চিনের চিয়ানজিনে পৌঁছে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি SCO বৈঠকে যোগ দেবেন। তবে বিশ্বের নজর আজ অন্যদিকে। এই তিয়ানজিনেই ১০ মাস পর বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

Aajtak Bangla
  • তিয়ানজিন ,
  • 31 Aug 2025,
  • अपडेटेड 10:43 AM IST
  • তিয়ানজিনে বৈঠক মোদী-জিনপিংয়ের
  • ৭ বছর পর চিন সফরে প্রধানমন্ত্রী
  • মোদী-জিনপিং বৈঠকে নজর বিশ্বের

ডোনাল্ড ট্রাম্পের কোনও হুঁশিয়ারিই কাজে এল না। সীমান্ত নিয়ে অতীতের বচসা দূরে সরিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ ১০ মাস পর ভারতের প্রধানমন্ত্রী এবং চিনা প্রেসিডেন্টের সাক্ষাৎ হল। গোটা বিশ্বের নজর রয়েছে তিয়ানজিনে। 

 

> শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪০ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক সমাপ্ত। 

> দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SCO সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান। ভারত-চিন সম্পর্কের উন্নতি এবং দৃঢ়তার জন্য পারস্পরিক বিশ্বাস, ভরসা, সম্মান এবং সংবেদনশীলতার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন নমো। 

> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত নেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বদলে রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 

> দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের প্রথম ছবি ভাইরাল। 

> সীমান্তে বোঝাপড়া এবং দুই দেশের মধ্যে বিমান পরিষশেবা চালু নিয়ে একমত হয়েছে ভারত এবং চিন। শি জিনপিংকে বৈঠকে এমনটাই জানিয়েছেন নরেন্দ্র মোদী। 

> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের মধ্যে শুরু হল বৈঠক। নির্ধারিত সময়ের আগেই শুরু বৈঠক। তিয়ানজিন শহরের ইয়ংবিন হোটেলে চলছে এই গুরুত্বপূর্ণ মিটিং। ৪০ মিনিট ধরে চলবে দুই রাষ্ট্রপ্রধানের কথাবার্তা। 

> চিন সফর বাতিল করে দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। জাকার্তা শহরে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের জেরে তিনি SCO সম্মেলনে যোগ দিতে যেতে পারছেন না। 

> তিয়ানজিনে পৌঁছে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। 

> ভারত এবং চিনের সম্পর্ক নমনীয় হয়েছে বলেই মত আন্তর্জাতিক মহলের। সেই আবহে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ৭ বছর পর চিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 
> জানা গিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে বেলা ১২টায় বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। ৪০ মিনিট ধরে বার্তালাপ করবেন দুই রাষ্ট্রপ্রধান।


> তিয়ানজিনে পা রেখেই এক্সে পোস্ট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'তিয়ানজিনে পৌঁছে গিয়েছি। SCO সম্মেলনে যোগ দেওয়ার এবং বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে রয়েছি।'
> ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরেই থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। 

Advertisement

 

রিফ্রেশ করতে থাকুন...

Read more!
Advertisement
Advertisement