Advertisement

Fire at Turkey Ski Resort: তুরস্কের রিসর্টে আগুনে ঝলসে মৃত্যু ৬৬ জনের, প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ

তুরস্কের রিসর্টে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ৬৬ জনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুরস্কের বোলু পার্বত্য এলাকায় গ্র্যান্ড কার্তাল হোটেলে। আগুন-আতঙ্কে প্রাণ বাঁচাতে বহু মানুষ জানলা থেকে ঝাঁপ দেন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এ খবর জানা গিয়েছে। চলছে উদ্ধারকাজ। 

তুরস্কের রিসর্টে আগুন।তুরস্কের রিসর্টে আগুন।
Aajtak Bangla
  • আঙ্কারা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 8:19 PM IST
  • তুরস্কের রিসর্টে ভয়াবহ আগুন।
  • অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ৬৬ জনের।
  • মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুরস্কের বোলু পার্বত্য এলাকায় গ্র্যান্ড কার্তাল হোটেলে।

তুরস্কের রিসর্টে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ৬৬ জনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুরস্কের বোলু পার্বত্য এলাকায় গ্র্যান্ড কার্তাল হোটেলে। আগুন-আতঙ্কে প্রাণ বাঁচাতে বহু মানুষ জানলা থেকে ঝাঁপ দেন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এ খবর জানা গিয়েছে। চলছে উদ্ধারকাজ। 

উত্তর পশ্চিম তুরস্কের জনপ্রিয় ওই রিসর্টে মানুষের আনাগোনা লেগেই থাকে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ২৩৪ জন ছিলেন। 

জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টে নাগাদ ১২ তলার হোটেলের রেস্তরাঁ কক্ষে আগুন লাগে। দ্রুত আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হুড়োহুড়ি পড়ে যায়। হোটেলের অগ্নিনির্বাপণ যন্ত্র কাজ করেনি বলে অভিযোগ। 

আগুনের হাত থেকে বাঁচতে অনেকে উপর থেকে দড়ি বেয়ে নীচে নামার চেষ্টা করেন। কেউ জানলা দিয়ে ঝাঁপ দেন। ঝাঁপ দিতে গিয়ে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েচে যে, হোটেলের ছাদ ও উপরের তলা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ওই রিসর্টের ইনস্ট্রাক্টর নেকমি কেপসেতুটান জানিয়েছেন, প্রায় ২০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বার করেছেন তিনি। 

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগ্লু জানিয়েছেন, অগ্নিকাণ্ডে জখম হয়েছেন ৫১ জন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। 

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উপরের তলায় আগুন লাগে। আগুন দেখে সকলে চিৎকার জুড়ে দেন। অ্যালার্ম কাজ করেনি। আমার স্ত্রী আগুনের গন্ধ পান। কোনওরকমে প্রাণে রক্ষা পেয়েছি আমরা। ঠিক কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। 

Read more!
Advertisement
Advertisement