Advertisement

Shehbaz Sharif: 'জানি না কে বেঁচে থাকত...' অপরাশেন সিঁদুরের সেই রাত নিয়ে এখনও আতঙ্কে শেহবাজ

ডোনাল্ড ট্রাম্পকে সংঘর্ষ থামানোর জন্য ধন্যবাদ জানাতে গিয়েও 'অপারেশন সিঁদুর' নিয়ে আঙ্ককের ছাপ দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর চোখেমুখে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আতঙ্ক তৈরি করেছিল বলে সাফ বোঝালেন শেহবাজ শরিফ।

কী বললেন শেহবাদ শরিফ কী বললেন শেহবাদ শরিফ
Aajtak Bangla
  • শর্ম-এল-শেখ, ইজিপ্ট ,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • এখনও 'অপারেশন সিঁদুর'-এর আতঙ্ক তাড়া করছে পাকিস্তানকে
  • ৪ দিনের সংঘর্ষ বাড়তে থাকলে কে বেঁচে থাকত, আশঙ্কায় পাক প্রধানমন্ত্রী
  • দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আতঙ্ক তৈরি করেছিল

ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রী বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।' সেখানেই থেমে থাকেননি তিনি, ভারত-পাক সংঘর্ষবরতির জম্যই ট্রাম্পকেই কৃতিত্ব দিলন। শুনে গদগদ মার্কিন প্রেসিডেন্ট।  তারপরই দুই দেশের মধ্যে ৪ দিনের সংঘর্ষের কথা স্মরণ করতে গিয়ে ভয়ে বুক কেঁপে ওঠল শেহবাজ শরিফের। 'অপারেশন সিঁদুর'-এর আতঙ্ক যে এখনও তাঁকে তাড়া করে বেড়াচ্ছে তা মিশরের রিসর্ট শহরের গাজা শান্তি বৈঠকের মঞ্চে তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়েছে। 

এখনও আতঙ্ক পাকিস্তানের
ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে শেহবাজ শরিফ বলেন, 'এই ভদ্রলোক যগি না থাকতেন... ভারত এবং পাকিস্তান উভয় দেশই পরমাণু শক্তিধর... কে জানে সেই কাহিনী বলার জন্য তাহলে কে বেঁচে থাকত।' তাঁর চোখেমুখে যেন আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তবে আন্তর্জাতিক মহলের একাংশ অবশ্য মনে করছেন,  বিশ্বের তাবড় নেতাদের সামনে পাক প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য সম্পূর্ণরূপে কূটনৈতিক চাল। 

আপ্লুত ট্রাম্প কী বললেন?
শেহবাজ শরিফের কথা শুনে আপ্লুত ট্রাম্প বলেন, 'এটা বেশ সুন্দর ছিল। আমি এতটা প্রশংসা আশা করিনি।' তাঁর কথায়, 'আমি আশা করি এরপর ভারত এবং পাকিস্তান সুন্দর ভাবে একসঙ্গে থাকবে।' এ কথা বলেই পিছনে তাকান ট্রাম্প। শেহবাজ শরিফের মুখের দিকে চাইতেই তিনি লজ্জায় হেসে ফেলেন। ঝুঁকে পড়ে হাসতে হাসতে ট্রাম্পের কানে ফিসফিস করে কিছু একটা বলেন তিনি। তা অবশ্য প্রকাশ্যে শোনা যায়নি। 

ধরাশায়ী পাকিস্তান
গত ১০ মে পাকিস্তান সংঘর্ষ থামানোর আর্জি নিয়ে খোদ ভারতের দরজায় কড়া নেড়েছিল। ২২ এপ্রিলের নৃশংস জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে 'অপারেশন সিঁদুর' অভিযায় চালিয়েছিল ভারত। ৭ মে পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। নিকেশ করা হয় শতাধিক জঙ্গিকে। ৯টি ঘাঁটি গুঁড়িয়ে যোগ্য জবাব দেওয়া হয় পহেলগাঁও জঙ্গি হামলার। পরের দিনগুলিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটিগুলিতে আঘাত হানার চেষ্টা করেছিল। পালটা জবাবে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দিয়েছিল ভারত। রাওয়ালপিন্ডি, করাচি, লহোরের মতো শহরে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল। এই আবহে পাকিস্তান সংঘর্ষবিরতির জন্য কাতর আর্তি জানিয়েছিল ভারতের কাছে। সেই আর্তি মেনে অপারেশন সিঁদুর স্থগিত করতে সহমত হয়েছিল ভারত।

Advertisement

ডোনাল্ড ট্রাম্পকে ফের একবার নোবেল শান্তি পুরস্কারেও মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের কমিউনিকেশন পরমর্শদাতা মার্গো মার্টিন সোশ্যাল মিডিয়ায় শেহবাজ শরিফের সেই বক্তব্য পোস্টও করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement