Advertisement

বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর উপর ভয়ঙ্কর জঙ্গি হামলায় নিহত ৬, জখম ৮

রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর।

জঙ্গি হানাজঙ্গি হানা
Aajtak Bangla
  • ঢাকা,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর।
  • এছাড়াও, আহত হয়েছেন আরও ৮ জন।
  • আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জঙ্গি হামলায় রক্তাক্ত সুদান। শনিবার রাতে সুদানের আবেই শহরে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর। এছাড়াও, আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই ড্রোন হামলা চালিয়েছিল।

বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর তরফে বলা হয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা ISPR শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন-

  • করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
  • সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
  • সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
  • সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
  • মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
  • লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

এছাড়াও যে শান্তিরক্ষীরা আহত হয়েছেন, তাঁরা হলেন-

  • লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
  • সার্জেন্ট মহম্মদ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
  • করপোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা)
  • সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
  • সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জি. (রংপুর)
  • সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
  • সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)
  • ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)

বাংলাদেশি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে,২০২২ সাল থেকে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশন 'ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই' (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। সেই ঘাঁটিতেই এই ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনার পর প্রায় ২০ ঘণ্টা পার হয়ে গেলেও ওই এলাকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। জঙ্গিদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর যুদ্ধ চলছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে।

Read more!
Advertisement
Advertisement