
জঙ্গি হামলায় রক্তাক্ত সুদান। শনিবার রাতে সুদানের আবেই শহরে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর। এছাড়াও, আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই ড্রোন হামলা চালিয়েছিল।
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর তরফে বলা হয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা ISPR শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন-
এছাড়াও যে শান্তিরক্ষীরা আহত হয়েছেন, তাঁরা হলেন-
বাংলাদেশি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে,২০২২ সাল থেকে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশন 'ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই' (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। সেই ঘাঁটিতেই এই ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনার পর প্রায় ২০ ঘণ্টা পার হয়ে গেলেও ওই এলাকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। জঙ্গিদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর যুদ্ধ চলছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে।