Advertisement

Japan Earthquake : শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে উত্তাল সমুদ্র, সুনামির সতর্কতা জারি

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। জাপানের মিয়াজাকির কিউশু দ্বীপে এই ভূমিকম্প হয়েছে। এর জেরে সেখানে সুনামি আসতে পরে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা।

earthquake earthquake
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 13 Jan 2025,
  • अपडेटेड 9:14 PM IST
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • তারপর সেখানে জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। জাপানের মিয়াজাকির কিউশু দ্বীপে এই ভূমিকম্প হয়েছে। এর জেরে সেখানে সুনামি আসতে পরে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। জারি করা হয়েছে সুনামি-সতর্কতাও। 

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর পর কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্ক রয়েছে প্রশাসন। তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কম্পনের কেন্দ্রস্থল মিয়াজাকি থেকে ৪৮.৯ কিলোমিটার দূরে। এর মধ্যে কিউশু এবং শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি হয়েছে। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, গত বছরের ৮ অগাস্ট, দুটি শক্তিশালী ভূমিকম্প হয় জাপানে। সেবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু এবং শিকোকু দ্বীপগুলি কেঁপে উঠেছিল।  তারপর ১ জানুয়ারি ২০২৪-এ জাপানের সুজু, ওয়াজিমা এবং আশপাশের এলাকায় ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। 

উল্লেখ্য চলতি মাসের ৮ তারিখ তিব্বতে পরপর ভূমিকম্প হয়। তাতে কেঁপে ওঠে ভারত, ভুটান ও নেপালও। তিব্বতে ১২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। সেই ভয়াবহতার ছবিতে প্রলেপ পড়তে না পড়তেই ফের ভূমিকম্প জাপানে। 

Read more!
Advertisement
Advertisement