
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে একেবারে অন্যরকম ছবি ধরা পড়ল। ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে সোমালিয়ার উপ-প্রধানমন্ত্রী সালাহ আহমেদ জামা সাবলীল হিন্দিতে কথা বলে চমকে দিলেন দর্শকদের। রাজদীপ সরদেশাইয়ের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমালিয়া-বিরোধী মন্তব্যের জবাব দেন, যা মুহূর্তে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সোমালিয়াকে ‘দেশ নয়’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, সোমালিয়ার মানুষের বুদ্ধিমত্তা কম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সোমালি অভিবাসীদের ‘অপরাধী অবৈধ অভিবাসী’ বলে আক্রমণ করেন। বিশেষ করে মিনেসোটায় থাকা সোমালি সম্প্রদায়কে লক্ষ্য করে তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।
দাভোসে সেই প্রসঙ্গ উঠতেই সালাহ আহমেদ জামা হিন্দিতে পাল্টা জবাব দেন। তিনি বলেন, “ট্রাম্প সাহেব তো অনেক কিছুই বলেন। সোমালির মানুষের আইকিউ কম। এই কথা যদি বলেন, তা হলে আপনারা ভারতের প্রফেসরদের জিজ্ঞেস করুন।” তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া সোমালি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে নিজেদের জায়গা করে নিচ্ছেন।
জামা আরও জানান, সোমালিয়া কোনও ব্যর্থ রাষ্ট্র নয়। নানা সমস্যার মধ্যেও দেশটির ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তিনি উল্লেখ করেন, সোমালিয়ার বর্তমান রাষ্ট্রপতিও ভারতে পড়াশোনা করেছেন। তাঁর মতে, শিক্ষা ও মানবসম্পদই সোমালিয়ার সবচেয়ে বড় শক্তি।
ভারতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন সোমালিয়ার উপ-প্রধানমন্ত্রী। পুনে, হায়দরাবাদ এবং দিল্লিতে পড়াশোনা করার সময়কে জীবনের সেরা দিন বলে বর্ণনা করেন তিনি। সেই সময়েই তিনি হিন্দি ভাষা শিখেছেন এবং ভারতীয় খাবারের প্রতি বিশেষ করে ডাল মাখনির প্রতি তাঁর আলাদা ভালোবাসার কথাও জানান।
সাক্ষাৎকারে জামা ভারতের সঙ্গে সোমালিয়ার দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতে শক্তি, পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভারতীয় বিনিয়োগ সোমালিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ডাভোসে তাঁর উপস্থিতির মূল উদ্দেশ্য ছিল সোমালিয়া সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা ভাঙা এবং বিশ্বের বড় শক্তিগুলির সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে, নতুন করে সম্পর্ক গড়ে তোলা। ২০২২ সালের অগস্টে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি শ্রমমন্ত্রী এবং সাংবিধানিক বিষয়ক মন্ত্রীর দায়িত্বও সামলেছেন।