দীর্ঘ নয় মাস পর এবার 'বাড়ি' ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার। প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের পরেও আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে গিয়েছিলেন দুই মহাকাশচারী। ৯ মাস পর, এবার অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন তাঁরা। তাঁদের আনতে নাসার ক্রু-১০ মিশন স্পেস ক্রাফ্ট আন্তর্জাতিক মহকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এই ড্রাগন মহাকাশযানের উৎক্ষেপণ করা হয়। ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত সুনীতাদের ঘরে ফেরানোর প্রচেষ্টায় জোর দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে স্পেস স্টেশনে এই ড্রাগন মহাকাশযান ফাঁকা যায়নি। এতে চারজন মহাকাশচারী ছিলেন। এর মধ্যে দু'জন আমেরিকার এবং একজন জাপানের, অপর একজন রাশিয়ার। কিছুক্ষণের মধ্যেই, ক্রু-১০-এর মহাকাশচারীরা ডকিং শুরু করবেন। অর্থাৎ এই মহাকাশযান স্পেস স্টেশনের নির্দিষ্ট অংশের সঙ্গে জুড়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ঘরে ফেরানোর উদ্যোগ নেন। তিনি স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে দায়িত্ব দেন।
এর পরপরই ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স কাজ শুরু করে দেয়। কিন্তু এ তো আর ট্যাক্সি বা ফেরি পরিষেবা নয়! মহাকাশযাত্রায় হাজারো প্রযুক্তিগত জটিলতা থাকে। সেই কারণেই ক্রু-১০ এর উৎক্ষেপণ একবার শিডিউলড হয়েও পিছিয়ে যায়। যদিও পরে ১৫ মার্চ সফলভাবে উৎক্ষেপণ হয়।
Liftoff of Crew-10! pic.twitter.com/OOLMFQgA52
গত বছর ৫ জুন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। এর মাত্র এক সপ্তাহ পরই তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনারে প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁরা মহাকাশ স্টেশনেই 'আটকে' যান। তাঁদের মিশন টাইম বাড়ানো হয়। সেই সময় থেকেই খবরের শিরোনামে দুই মহাকাশচারী।