Advertisement

Syria War: সিরিয়া থেকে পালিয়ে এই দেশে আশ্রয় নিলেন প্রেসিডেন্ট আসাদ

রাশিয়ায় আশ্রয় নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস বিদ্রোহীদের দখলে চলে যায়। দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হঠাৎ রাডার থেকে তাঁর বিমান অদৃশ্যও হয়ে যায়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 7:05 AM IST

রাশিয়ায় আশ্রয় নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস বিদ্রোহীদের দখলে চলে যায়। দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হঠাৎ রাডার থেকে তাঁর বিমান অদৃশ্যও হয়ে যায়। অনেকেই তখন কোনও অঘটনের জল্পনা করছিলেন। কিন্তু পরে জানা গেল, সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।  

গত ১১ দিন ধরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চরমে ওঠে। রবিবার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামাস্কাস দখল করে নেয়। 

প্রথমে বিমানে সিরিয়ার লাতাকিয়া বিমানঘাঁটিতে পৌঁছান প্রেসিডেন্ট আসাদ। এই এলাকাটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। ফ্লাইট ট্র্যাকারের তথ্যানুযায়ী প্রেসিডেন্ট আসাদের বিমান সিরিয়ার লাতাকিয়া থেকে উড়ানের পর মস্কো পৌঁছায়। ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রবিবার, ৮ ডিসেম্বর রাশিয়ার একটি সামরিক বিমান লাতাকিয়া থেকে মস্কো পৌঁছায়। 

রাশিয়ার তরফ থেকে যা বলা হয়েছে

রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। রাশিয়া সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামিমিম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ করে। এটি অতীতে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে। সেই বিমানঘাঁটি ব্যবহার করেই নিরাপদে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট। 

অন্যদিকে সিরিয়ার সেনাবাহিনীও এই বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়েছেন এবং তাঁর ক্ষমতার অবসান হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement