পাকিস্তানি সেনার ওপরে আবার হামলা। কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছে। এই হামলায় ৭ জনের মৃত্যু ও ২১ জনের আহত হওয়ার খবর মিলেছে। কিন্তু বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ৯০ জন পাকিস্তানি সেনার মৃত্যুর দাবি করেছে। কোয়েটা থেকে ১৫০ কিলোমিটার দূরে নশকিতে এই সেনা কনভয় হামলা চালানো হয়েছিল।
এই হামলার পর, সেনাবাহিনী এলাকায় হেলিকপ্টার এবং ড্রোন মোতায়েন করেছে। শনিবার সেনা কনভয়টি তাফতানের দিকে যাচ্ছিল। এই কনভয়ে সেনাবাহিনীর ৮টি বাস এবং ২টি গাড়ি ছিল, যেগুলিতে হামলা চালানো হয়েছিল। খবর অনুযায়ী, বাস আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিএলএ এই হামলার দায় স্বীকার করে। বালুচ লিবারেশন আর্মির একটি আত্মঘাতী ইউনিট মাজিদ ব্রিগেড নশকির আরসিডি হাইওয়েতে পাকিস্তান সেনাবাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালিয়েছে। একটি বাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএলএ-র দ্বিতীয় স্কোয়াড দ্বিতীয় সেনা বাসটিকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে এবং এতে থাকা সমস্ত সেনাকে গুলি করে হত্যা করে। তাতেই মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।