
অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। সেইসঙ্গে মুদ্রাস্ফীতির জেরে দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। বিশেষত টমেটোর দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এই প্রতিদিনের সবজি।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে টমেটোর দাম প্রতি কেজিতে ৬০০ টাকা। অর্থাৎ একটি টমেটোর দাম প্রায় ৭৫ টাকা! মাত্র এক মাসে টমেটোর দাম ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনসাধারণের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে, সংসদেও প্রতিধ্বনিত হয়েছে 'টমেটো আন্দোলন'।
সংসদের এক অধিবেশনে এক এমপি হাস্যরস মিশিয়ে বলেন, 'এই টমেটো আমাদের কাছে পৌঁছানো খুবই কঠিন ছিল। ফারুক সাহেবকে ধন্যবাদ জানাই এটির ব্যবস্থা করার জন্য। কিন্তু এর দাম ৭৫ টাকা! এখন তো টমেটোর জন্য ঋণ নিতে হবে।' এই মন্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নাগরিকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
কেন এত দাম বেড়েছে টমেটোর?
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকাই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। সাম্প্রতিক সংঘর্ষ ও বিমান হামলার পর ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখনও সিল করা আছে। ফলে আফগানিস্তান থেকে টমেটো আমদানি বন্ধ হয়ে যায়, যার ফলে বাজারে ঘাটতি দেখা দেয়।
আগে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ হওয়ার পর পাকিস্তান মূলত আফগানিস্তানের ওপর নির্ভর করত। এখন সেই রুটও বন্ধ, ফলে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে। এর জেরে বার্ষিক প্রায় ১০ লক্ষ ডলার ক্ষতি হচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের।
অন্য সবজির দামও আকাশচুম্বী
টমেটোর পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজির দামও রেকর্ড ছুঁয়েছে। রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়, আদা ৭৫০ টাকা, মটর ৫০০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা এবং ধনে পাতার ছোট গোছা পর্যন্ত ৫০ টাকা।