Advertisement

Trump H-1B Visa: ৮৮ লক্ষ টাকা না দিলে, আমেরিকায় প্রবেশ নিষেধ! ট্রাম্পের নির্দেশে মাথায় হাত IT কর্মীদের

আমেরিকায় IT সেক্টরে চাকরি। লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুবতী ও তাঁদের পরিবারের স্বপ্ন। কিন্তু সেই 'আমেরিকান ড্রিম'ই এবার পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প। কেন?

'আমেরিকান ড্রিম'ই এবার পরিণত হচ্ছে দুঃস্বপ্নে।'আমেরিকান ড্রিম'ই এবার পরিণত হচ্ছে দুঃস্বপ্নে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 3:58 PM IST
  • আমেরিকায় IT সেক্টরে চাকরি।
  • লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুবতী ও তাঁদের পরিবারের স্বপ্ন।
  • কিন্তু সেই 'আমেরিকান ড্রিম'ই এবার পরিণত হচ্ছে দুঃস্বপ্নে।

আমেরিকায় IT সেক্টরে চাকরি। লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুবতী ও তাঁদের পরিবারের স্বপ্ন। কিন্তু সেই 'আমেরিকান ড্রিম'ই এবার পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ আমেরিকায় থাকতে হলে এবার থেকে H-1B ভিসাধারীদের একলক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ লক্ষ টাকা। এতদিন এই ফি ছিল মাত্র ১,৫০০ ডলার। রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিয়ম লাগু হতে চলেছে। ফি না দিলে, রবিবারের পর থেকে আর কেউ H-1B ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। এমনকি যাঁরা বর্তমানে এই ভিসায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নতুন ভিসা, এক্সটেনশন, সব কিছুর জন্যই বছরে এই একলক্ষ ডলার ফি দিতে হবে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রাই
আমেরিকার নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিসের তথ্যানুযায়ী, গত বছর যতগুলি H-1B ভিসা ইস্যু হয়েছে, তার মধ্যে ৭২ শতাংশই ভারতীয়দের হাতে গিয়েছে। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খাবেন ভারতীয় IT কর্মীরা।

এঁদের মধ্যে আবার অনেকেই উৎসবের মরসুমের ছুটিতে বা কাজের সূত্রেই আমেরিকার বাইরে আছেন। রবিবার রাতের মধ্যে ফিরতে না পারলে তাঁরা কার্যত ফেঁসে যাবেন। ৮৮ লাখ টাকার ফি দিলে তবেই ফের আমেরিকায় প্রবেশাধিকার পাবেন।

মাইক্রোসফটের জরুরি নির্দেশ
 তবে ভারতীয় কর্মী ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের তাবড় প্রযুক্তি সংস্থাও অচল। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় বড় বড় টেক কোম্পানিগুলি। মাইক্রোসফট ইতিমধ্যেই ভারতীয় কর্মীদের দ্রুত আমেরিকায় ফিরে আসার নির্দেশ জারি করেছে।

হঠাৎ এত বিপুল অঙ্কের ফি কেন?
ট্রাম্প প্রশাসনের দাবি, মূলত ভিসা প্রোগ্রামের ‘অপব্যবহার’ রুখতেই এই বিরাট অঙ্কের ফি। তাদের দাবি, বড় বড় কোম্পানিগুলি বিদেশ থেকে প্রচুর কর্মী আনছে। তারা আমেরিকায় যে বাজার দর, তার চেয়ে কমেই বেশি বেশি কাজ করতে রাজি হয়ে যাচ্ছে। আর তার ফলে আমেরিকানরা নিজেরা চাকরি পাচ্ছে না। তাই সেই সঙ্কট এড়াতেই এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের।

পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের গ্রিন কার্ডের অপেক্ষায় প্রায় দশ লক্ষ ভারতীয়। আর আমেরিকায় বাস করছেন প্রায় ৫০ লক্ষ। ফলে এই খবরে যে তাঁদের রাতের ঘুম উড়তে চলেছে, তা বলাই বাহুল্য। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement