Advertisement

সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করেছে আমেরিকা, জানালেন ট্রাম্প

নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেছেন, রাজধানী কারাকাসে এয়ারস্ট্রাইকের পাশাপাশি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দী করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে।

প্রেসিডেন্টের স্ত্রীকেও বন্দী করল ট্রাম্পপ্রেসিডেন্টের স্ত্রীকেও বন্দী করল ট্রাম্প
Aajtak Bangla
  • কারাকাস,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 3:50 PM IST
  • এয়ার স্ট্রাইক করার কথা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট।
  • ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দী করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে।
  • ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

ভেনেজুয়েলার একাধিক শহরে এয়ার স্ট্রাইক করার কথা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেছেন, রাজধানী কারাকাসে এয়ারস্ট্রাইকের পাশাপাশি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দী করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কী ভাবে একটি দেশের ভিতরে এয়ারস্ট্রাইক চালিয়ে সেই দেশের একজন জনপ্রতিনিধিকে বন্দী করে আনা যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন, "ভেনেজুয়েলা ও ওই দেশের নেতার বিরুদ্ধে বড় আকারের একটি এয়ারস্ট্রাইক চালানো হয়েছে।" এরপর তিনি যোগ করেন, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও বন্দী করা হয়েছে। ট্রাম্পের দাবি, একটি বিশেষ অভিযানের মাধ্যমে বিতর্কিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, শুক্রবার মধ্যরাতে স্থানীয় সময় ভোর ১টা ৫০ মিনিটে কারাকাস-সহ একাধিক শহরের উপর হামলা চালায় আমেরিকা।  সংবাদ মাধ্যম CNN জানিয়েছে যে একটা বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার তীব্রতায় ঘরবাড়ির জানলা পর্যন্ত কেঁপে ওঠে। আর বিস্ফোরণের পর থেকেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই। রাস্তা হয়েছে ক্ষতিগ্রস্ত। তবে তখনও কেউ আশঙ্কা করতে পারেনি, যে খোদ প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে যেতে পারে আমেরিকা।

এদিন এয়ারস্ট্রাইকের সময় ভেনেজুয়েলার সামরিক ও সরকারি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা করেছিল আমেরিকা। কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টুনা, রাডার স্টেশন এল ভলকান, ভেনেজুয়েলার প্রধান বন্দর লা গুয়াইরা-সহ আরও বিমান বন্দরে বোমা নিক্ষেপ করেছে মার্কিনি বিমান। ফলে ভেনেজুয়েলার নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলার পরেই ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement